Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কোথায় গেল মাকরঁ-র গাছ

হাপিস হয়ে গেল ‘সৌহার্দের প্রতীক’! যা দেখে ফিসফাস শুরু হয়ে গিয়েছিল মার্কিন কূটনীতির অলিন্দে। ক’দিন ধরে মার্কিন-ফরাসি সম্পর্কের ক্ষতে যে-টুকু মলম লাগানো হয়েছিল, সে-টুকুও কি ধুয়েমুছে সাফ করে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প!

নিখোঁজ: হোয়াইট হাউসের লনে ওক চারা পুঁতছেন ট্রাম্প-মাকরঁ। পাশে দুই ফার্স্ট লেডি। রয়টার্স

নিখোঁজ: হোয়াইট হাউসের লনে ওক চারা পুঁতছেন ট্রাম্প-মাকরঁ। পাশে দুই ফার্স্ট লেডি। রয়টার্স

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০১ মে ২০১৮ ০৪:০৪
Share: Save:

হাপিস হয়ে গেল ‘সৌহার্দের প্রতীক’! যা দেখে ফিসফাস শুরু হয়ে গিয়েছিল মার্কিন কূটনীতির অলিন্দে। ক’দিন ধরে মার্কিন-ফরাসি সম্পর্কের ক্ষতে যে-টুকু মলম লাগানো হয়েছিল, সে-টুকুও কি ধুয়েমুছে সাফ করে দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প!

সপ্তাহখানেক আগে প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম আমেরিকা সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি ওক গাছের চারা উপহার দিয়েছিলেন ইমানুয়েল মাকরঁ। উত্তর-পূর্ব ফ্রান্সের একটি জঙ্গল থেকে ওই ওক গাছের চারাটি আনা হয়েছিল। ঠিক একশো বছর আগে, প্রথম বিশ্বযুদ্ধের সময়ে, যেখানে দু’হাজার মার্কিন সেনা প্রাণ হারিয়েছিলেন, সেখানেই এই ওক জঙ্গল। পাশে দুই ফার্স্ট লেডিকে নিয়ে দুই প্রেসিডেন্ট সেই চারা পুঁতেছিলেন হোয়াইট হাউসের সাউথ লনে। কোদাল হাতে তুলে নিয়েছিলেন ট্রাম্পও। সারা বিশ্ব সেই ছবিও দেখেছে।

কিন্তু এর চার দিন পরেই দেখা যায়, গাছটি উধাও। শুরু হয়ে যায় জল্পনা— তা হলে কি মার্কিন প্রেসিডেন্টের নির্দেশেই ফেলে দেওয়া হয়েছে গাছটি? উদ্ভিদ বিশেষজ্ঞদের উদ্ধৃত করে আবার অনেকে বলেন, বসন্ত নয়, এই গাছ বসানো উচিত হেমন্তে। তা না হলে গ্রীষ্মকালে গাছটি বাঁচানো যাবে না। তাই আপাতত তুলে নিয়ে যাওয়া হয়েছে চারাটি।

এখন সেখানে আর নেই গাছটি। রয়টার্স

জল্পনার অবসান ঘটিয়েছেন আমেরিকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জেরার্দ আরো। তিনি আজ টুইট করে জানিয়েছেন, গাছটিতে জীবাণু আছে কি না দেখতে সেটিকে আলাদা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। কয়েক মাস পর্যবেক্ষণ করে ফের সেটি পোঁতা হবে। রাষ্ট্রদূতের দাবি, আমেরিকায় নিয়ে আসা যে কোনও উদ্ভিদ বা প্রাণীকেই কিছু দিন আলাদা সরিয়ে রেখে সেটি পর্যবেক্ষণ করা হয়। সংক্রমণ এড়াতে। এ ক্ষেত্রেও তাই ঘটেছে।

পরে বিবৃতি জারি করা হয়ে ফরাসি প্রেসিডেন্টের দফতর থেকেও। বলা হয়, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্পের সৌজন্যে গাছের চারাটি সে দিন পোঁতা হয়েছিল। সেই প্রতীকী পদক্ষেপের পরে এখন সেটি আলাদা রাখা হয়েছে। যাতে সেখান থেকে লনের অন্য গাছে সংক্রমণ ছড়াতে না পারে। চিন্তার কিছুই নেই, চারাটি সুন্দর ভাবে বেড়ে উঠছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE