Advertisement
১৯ এপ্রিল ২০২৪

নাজিবের বাড়িতে পুলিশি তল্লাশি

এক সময় যাঁর নির্দেশে ওঠাবসা করত দেশের পুলিশ-প্রশাসন, মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী সেই নাজিব রাজ়াকের বাড়িতেই এ বার হানা দিল পুলিশ।

নাজিব রাজ়াক

নাজিব রাজ়াক

সংবাদ সংস্থা
কুয়ালা লামপুর শেষ আপডেট: ১৮ মে ২০১৮ ০৩:০৪
Share: Save:

এক সময় যাঁর নির্দেশে ওঠাবসা করত দেশের পুলিশ-প্রশাসন, মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী সেই নাজিব রাজ়াকের বাড়িতেই এ বার হানা দিল পুলিশ।

বুধবার রাতে নাজিবের বাড়িতে তল্লাশি চালান পুলিশ আধিকারিকরা। স্থানীয় মসজিদ থেকে সন্ধের নমাজ সেরে তখন সবে বাড়ি ফিরেছেন রাজ়াক। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, নাজিব বাড়িতে ফেরার কিছু ক্ষণের মধ্যেই আট দশটি গাড়ি এসে গেটের বাইরে দাঁড়ায়। প্রাক্তন প্রধানমন্ত্রীর বাড়িতে ঢোকেন পুলিশ কর্তারা। রাত পর্যন্ত বাইরে ভিড় করেছিলেন মানুষ। ছিলেন সাংবাদিকরাও। তবে কেন এই তল্লাশি তা নিয়ে মুখ খোলেনি পুলিশ।

মাত্র এক সপ্তাহ আগে মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে মহাথির মহম্মদের কাছে হেরে প্রধানমন্ত্রীর গদি খুইয়েছেন নাজিব। ৩২০ কোটি ডলারের আর্থিক কেলেঙ্কারিতে নাম জড়ানোর পরে সাধারণ মানুষের সমর্থন হারিয়েছিলেন নাজিব। কুয়ালা লামপুরকে বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ২০০৯ সালে নাজিবই ওই তহবিলের সূচনা করেছিলেন। ২০১৫ সালে সেই তহবিল নয়ছয়ের অভিযোগ ওঠে। তৎকালীন প্রধানমন্ত্রী নাজিবের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগের তির থাকলেও সে যাত্রায় তাঁকে ছাড় দেয় কর্তৃপক্ষ। তবে আর্থিক কারচুপি সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রকাশ্যে আসায় নাজিবের বিরুদ্ধে ক্ষোভ জমছিল মানুষের মনে। সেই ক্ষোভকেই পুঁজি করে এ বছর সাধারণ নির্বাচনে নাজিবের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মহাথির। ৯২ বছরের মহাথির এক সময় নাজিবের রাজনৈতিক গুরু ছিলেন। পরে অবশ্য শাসক দল ছেড়ে যোগ দেন বিরোধী জোটে। নির্বাচনে জেতার পরে মহাথির জানিয়েছিলেন, বদলা নয়। তবে কেউ দুর্নীতিতে জড়িত প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

প্রধানমন্ত্রীর গদি হারিয়ে ইতিমধ্যেই কোণঠাসা নাজিব। তাঁকে গ্রেফতার করা হতে পারে এই গুঞ্জন ছড়াচ্ছিল দেশ জুড়ে। গত শনিবার সস্ত্রীক বিদেশে ছুটি কাটাতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন নাজিব। তবে প্রশাসনের তরফে তাঁকে দেশ না ছাড়ার নির্দেশ দেওয়া হয়। এ বার বাড়িতে পুলিশ হানার ঘটনায় নাজিবকে গ্রেফতারির আশঙ্কাই জোরদার হচ্ছে বলে মনে করছে বিরোধীদের একাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE