Advertisement
২৩ এপ্রিল ২০২৪

দু’-কান কেটে পোষ্য প্রেম

পোষ্যর প্রেমে পাগল এমন মানুষ আমরা অনেক দেখেছি। তবে পোষ্যর জন্য একেবারে দু’-কান কাটা ভালবাসা দেখেছেন কখনও? হ্যাঁ, আক্ষরিক অর্থেই দু’-কান কাটা। প্রিয় টিয়া পাখির জন্য যা খুশি করে ফেলতে পারেন ৫৬ বছরের টেড রিচার্ডস। প্রথমে মুখে, তারপর দুই চোখের তারায় ট্যাটু করিয়ে ফেলেন যাতে তাঁকে টিয়ার মতোই দেখতে লাগে। তাতেও আশ মিটছিল না। মাথার পাশে দুটো কান যেন বড়ই বেখাপ্পা। তাই অস্ত্রোপচার করে কানদুটো উড়িয়েই দিলেন রিচার্ডস!

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৫ ১৭:৪৩
Share: Save:

পোষ্যর প্রেমে পাগল এমন মানুষ আমরা অনেক দেখেছি। তবে পোষ্যর জন্য একেবারে দু’-কান কাটা ভালবাসা দেখেছেন কখনও? হ্যাঁ, আক্ষরিক অর্থেই দু’-কান কাটা। প্রিয় টিয়া পাখির জন্য যা খুশি করে ফেলতে পারেন ৫৬ বছরের টেড রিচার্ডস। প্রথমে মুখে, তারপর দুই চোখের তারায় ট্যাটু করিয়ে ফেলেন যাতে তাঁকে টিয়ার মতোই দেখতে লাগে। তাতেও আশ মিটছিল না। মাথার পাশে দুটো কান যেন বড়ই বেখাপ্পা। তাই অস্ত্রোপচার করে কানদুটো উড়িয়েই দিলেন রিচার্ডস!

কান উড়িয়ে দেওয়ার পর উচ্ছ্বসিত রিচার্ডস বলেন, ‘‘আমি খুব খুশি। সারাদিন আয়না দেখেই চলেছি। দারুণ লাগছে দেখতে। একদম আমার টিয়ার মতো।’’ কান কেটে ফেলার পর এবার অস্ত্রোপচার করে নাকের জায়গায় বাঁকানো ঠোঁট বসানোর কথা ভাবছেন রিচার্ডস!

পোষ্য অন্ত প্রাণ রিচার্ডসের সারা শরীরে রয়েছে ১১০টা ট্যাটু। ৫০টি জায়াগায় বিঁধিয়ে নিয়েছেন। সবগুলোই তাঁর প্রিয় পোষ্য এলি, তিয়াকা, তিয়েমে, জেক আর বুবির অনুকরণে। ব্রিস্টলের হার্টক্লিফের বাড়িতে পোষা চার টিয়ার সঙ্গে থাকেন জুতোর কারখানার কর্মী রিচার্ডস। প্রথম ট্যাটু করেন ১৯৭৬ সালে। এলি ও তিয়াকা, এই দুই পোষা ম্যাকাওয়ের পালকের রঙে রাঙিয়ে নিয়েছেন নিজের মুখ।

কে করলেন কান ওড়ানোর মতো এই ভয়াবহ অস্ত্রোপচার? কিছুতেই চিকিত্সকের নাম জানাতে চাননি রিচার্ডস। এই অস্ত্রোপচার কি আদৌ বৈধ? ব্রিটিশ প্লাস্টিক সার্জন মার্ক প্যাসিফিও বলেন, ‘‘অত্যন্ত ভয়ানক এই অস্ত্রপচার। কীভাবে কেউ এমন ভয়বাহ কাজ করতে পারেন সেটাই আশ্চর্যের। দুঃখের বিষয় আমাদের মতো চিকিত্সকরা এই সব অস্বাভাবিকতাকে আমল দেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE