Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হাঙরের হানায় মৃত্যু যুবকের

আট দশক পরে আবার ম্যাসাচুসেটস। হাঙরের আক্রমণে প্রাণ গেল এক মার্কিন সার্ফারের। শনিবার ম্যাসাচুসেটসের কেপ কডের নিউকম্ব হলো সৈকতের ঘটনা।

আর্থার মেডিকি। ছবি: ফেসবুক।

আর্থার মেডিকি। ছবি: ফেসবুক।

সংবাদ সংস্থা
ওয়েলফ্লিট (ম্যাসাচুসেটস) শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৩:১২
Share: Save:

আট দশক পরে আবার ম্যাসাচুসেটস। হাঙরের আক্রমণে প্রাণ গেল এক মার্কিন সার্ফারের। শনিবার ম্যাসাচুসেটসের কেপ কডের নিউকম্ব হলো সৈকতের ঘটনা।

এর আগে, ১৯৩৬ সালে ম্যাসাচুসেটসে হাঙরের আক্রমণে মৃত্যু হয়েছিল ষোলো বছরের এক কিশোরের। তার পর দীর্ঘ সময় ম্যাসাচুসেটস উপকূলে হাঙরের দেখা মেলেনি। তবে গত মাসে এই কেপ কডেই হাঙরের আক্রমণে গুরুতর জখম হন উইলিয়াম লিটন নামে এক জন। এখনও হাসপাতালে ভর্তি তিনি। গত শনিবার নিউকম্ব হলোতে যিনি মারা গিয়েছেন, তাঁর নাম আর্থার মেডিকি। ছাব্বিশ বছরের আর্থারের বাড়ি ম্যাসাচুসেটসেরই রিভিয়েরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা জলের মধ্যে হাঙরের লেজ নড়তে দেখেন সৈকতে থাকা অনেকেই। আর্থার তখন সৈকত থেকে প্রায় তিরিশ ফুট দূরে ছিলেন। আর্থারের বাঁ পায়ে কামড় বসায় হাঙরটা। কোনও মতে নিজেকে ছাড়ান আর্থার। কিন্তু তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Death Attack Shark Attack Massachusetts
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE