Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Marcus Hutchins

সাইবার মামলায় গ্রেফতার ‘ওয়ানাক্রাই’ হামলা রুখে দেওয়া সেই যুবক

নাম মার্কাস হাচিন্‌স, ব্রিটেনের বাসিন্দা। ম্যালওয়্যার টেক ছদ্মনাম দিয়েই সাইবার দুনিয়ায় বিচরণ তাঁর।

মার্কাস হাচিন‌্স। ছবি: সংগৃহীত।

মার্কাস হাচিন‌্স। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ১০:৪১
Share: Save:

নিজে একজন ‘স্বঘোষিত’ সাইবার বিশেষজ্ঞ। সাইবার হানাকে কী ভাবে আটকানো যায়, সেটা নিয়ে গবেষণা করা তাঁর কাজ। নানা রকম ম্যালওয়্যার তৈরি করে সাইবার হামলা রুখে দিতেও সিদ্ধহস্ত তিনি। যে যুবক সাইবার ক্রাইম রোখার জন্য দিনরাত চেষ্টা চালাত, এ বার তিনি নিজেই সাইবার ক্রাইমে জড়িত হয়ে গ্রেফতার হলেন।

আরও পড়ুন: র‌্যানসমওয়্যার নয়, পেটিয়া আরও বিপজ্জনক ‘ওয়াইপার’

নাম মার্কাস হাচিন্‌স, ব্রিটেনের বাসিন্দা। ম্যালওয়্যার টেক ছদ্মনাম দিয়েই সাইবার দুনিয়ায় বিচরণ তাঁর। কানাডা, ইউরোপ এবং আমেরিকায় ব্যাঙ্কিং সিস্টেম হ্যাক করার অভিযোগে বুধবার লাস ভেগাস থেকে তাঁকে গ্রেফতার করে এফবিআই। দফতরের তরফে এক বিবৃতিতে জানানো হয়, গত জুলাইয়ে ট্রোজান ভাইরাস ছড়িয়ে দিয়ে বিভিন্ন বহু গুরুত্বপূর্ণ দফতরের সিস্টেম হ্যাক করেছেন তিনি।

গ্রেফতার হওয়া হাচিন্‌স কিন্তু এর আগেও খবরের শিরোনামে এসেছিলেন। কী ভাবে?

আরও পড়ুন: কোন কোন ফাইলে ঢুঁ মারছে ওয়ানাক্রাই র‌্যানস‌মওয়্যার? কী ভাবে রুখবেন? গাইডলাইন দিল সিইআরটি

গত মে মাসে বিশ্বের শতাধিক দেশ যখন মারাত্মক কম্পিউটার ভাইরাস ‘ওয়ানাক্রাই র‌্যানসমওয়্যার’-এর কবলে, তখনই হাচিন্‌স-এর নাম উঠে আসে। কী ভাবে এই ভাইরাসের হানা থেকে নিস্তার পাওয়া যাবে— এ নিয়ে যখন বিশ্বের সাইবার বিশেষজ্ঞরা উদ্বিগ্ন, তখন হাচিন্‌স-ই প্রথম দাবি করেন তিনি এমন একটা ম্যালওয়্যার তৈরি করেছেন যা দিয়ে র‌্যানসমওয়্যারকে রুখে দেওয়া যাবে।

কী এই র‌্যানসমওয়্যার?

র‌্যানসমওয়্যারের এনক্রিপসন ছিল অনেকটা তালা চাবির মতো। হ্যাকাররা প্রথমে তালা দিয়ে ফাইলগুলো লক করে দিত আর চাবির জন্য মালিকের কাছে টাকা দাবি করত। মুক্তিপণ মিললেই ফের লক হয়ে যাওয়া তথ্যগুলিকে ডেক্রিপ্ট করে দেওয়া হত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE