Advertisement
২৩ এপ্রিল ২০২৪
International News

কোয়েটায় নির্বাচনী র‌্যালিতে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত অন্ততপক্ষে ৮৫

শুক্রবার বালুচিস্তানের রাজধানী কোয়েটায় ওই নির্বাচনী র‌্যালিতে প্রায় হাজারখানেক মানুষ জড়ো হয়েছিলেন। ওই র‌্যালিতেই পর পর দুটো জোরাল বিস্ফোরণ হয়।

কোয়েটায় নির্বাচনী র‌্যালিতে বিস্ফোরণ। ছবি: রয়টার্স।

কোয়েটায় নির্বাচনী র‌্যালিতে বিস্ফোরণ। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
কোয়েটা শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৮ ২১:২২
Share: Save:

পাকিস্তানের কোয়েটায় বালুচিস্তান আওয়ামি পার্টি (বিএপি)-র নির্বাচনী র‌্যালিতে আত্মঘাতী বোমা বিস্ফোরণে মৃত্যু হল অন্ততপক্ষে ৮৫ জনের। আহত শতাধিক। বালুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফৈজ কাকরকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে পাক সংবাদপত্র ‘দ্য ডন’। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কাকর।

শুক্রবার বালুচিস্তানের রাজধানী কোয়েটায় ওই নির্বাচনী র‌্যালিতে প্রায় হাজারখানেক মানুষ জড়ো হয়েছিলেন। ওই র‌্যালিতেই পর পর দুটো জোরাল বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে নিহত হন বিএপি নেতা সিরাজ রাইসানি। বালুচিস্তানের প্রাক্তন মুখ্যমন্ত্রী নবাব আসলাম রাইসানির ভাই সিরাজ।

বালুচিস্তানের সিভিল ডিফেন্স ডিরেক্টর আসলাম তারিন জানান, বিস্ফোরণ ঘটানোর জন্য ১০ কেজি বিস্ফোরক এবং বল বিয়ারিং ব্যবহার করা হয়েছে। এ দিন সকালেই আফগান সীমান্তের কাছে বান্নু-তে মুত্তাহিদা মজলিস-এ-আমাল (এমএমএ)-এর নির্বাচনী র‌্যালিতে বিস্ফোরণ ঘটানো হয়। এমএমএ প্রার্থী আক্রম খান দুরানি অল্পের জন্য প্রাণে বাঁচেন। তবে ওই বিস্ফোরণে চার জন নিহত হন।

আরও পড়ুন: জনসনের পাউডার থেকে ক্যানসার, ৪৭০ কোটি ডলারের ক্ষতিপূরণের নির্দেশ

আরও পড়ুন: নেচে গ্রেফতার, প্রতিবাদ জানাতে নাচকেই বেছে নিলেন ইরানি মেয়েরা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Quetta Bomb Blast Suicide bomb Election Rally
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE