Advertisement
২০ এপ্রিল ২০২৪
Melania Trump

মার্কিন অভিবাসন নীতির সমালোচনায় ট্রাম্প-পত্নী মেলানিয়া

আমেরিকার ‘জিরো টলারেন্স অভিবাসন নীতি’-র কারণে দু’হাজারেরও বেশি নাবালক বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাঁদের অভিভাবকের কাছ থেকে। আর তাতেই উদ্বিগ্ন মেলানিয়া ট্রাম্প।

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ছবি: রয়টার্স

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৮ জুন ২০১৮ ১৩:৪২
Share: Save:

‘আই হেট দ্য চিলড্রেন বিইং টেকেন অ্যাওয়ে’ মন্তব্য মার্কিন ফার্স্ট লেডির। প্রসঙ্গ মার্কিন প্রশাসনের অভিবাসন নীতি। গত ৬ সপ্তাহে আমেরিকার ‘জিরো টলারেন্স অভিবাসন নীতি’-র কারণে দু’হাজারেরও বেশি নাবালক বিচ্ছিন্ন হয়ে পড়েছে তাঁদের অভিভাবকের কাছ থেকে। আর তাতেই উদ্বিগ্ন মেলানিয়া ট্রাম্প। সরাসরি না হলেও এ বার ঘুরিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর ওই নীতির সমালোচনা করলেন ট্রাম্প-পত্নী।

রবিবার মেলানিয়ার মুখপাত্র স্টিফানি গ্রিজহ্যাম একটি বিবৃতিতে বলেন, ‘‘নাবালকরা তাদের পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এটা মেলানিয়ার একেবারেই পছন্দ নয়। তিনি আশঙ্কাপ্রকাশ করেছেন এই বিষয়টিতে। অভিবাসন প্রক্রিয়ার সফল সংস্কার চান ট্রাম্প-পত্নী।’’

একদিকে প্রাক্তন ফার্স্ট লেডি লরা বুশও সমালোচনা করেছেন এই ‘অনৈতিক’ অভিবাসন ব্যবস্থার। অন্যদিকে মেলানিয়ার মুখপাত্র বলছেন, ট্রাম্প-পত্নী পরিবারবিচ্ছিন্ন শিশুদের বেশ কয়েকটি ছবি দেখেছেন। সীমান্তে আশ্রয় প্রার্থী অভিবাসীদের থেকে সন্তানদের বিচ্ছিন্ন করার ঘটনাটি ওঁর কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক। তবে অভিবাসন নীতি নিয়ে দু’ পক্ষই যাতে আলোচনায় বসেন, এই নীতি সংস্কার নিয়ে ভাবনাচিন্তা করেন এমনটাও চান মেলানিয়া।

সীমান্তে বিচ্ছিন্ন হয়ে পড়ছে অভিবাসী শিশুরা। ছবি: রয়টার্স

মেলানিয়া চান, এমন একটা রাষ্ট্র তৈরি হোক, যেটি সব নিয়ম মেনে চলবে এবং হৃদয় দ্বারাও পরিচালিত হবে।কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা একজোট হলে তবেই সফলভাবে অভিবাসন সমস্যার সমাধান করা যাবে বলেই মনে করেন মার্কিন ফার্স্ট লেডি। অভিবাসী গত ১৯ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত কোনও উপযুক্ত নথি ছাড়াই যুক্তরাষ্ট্রের সীমান্ত অতিক্রম করে বলে জানিয়েছেন ওই মুখপাত্র।

আরও খবর: ডাইনোসর যুগের ব্যাঙের জীবাশ্ম মিলল মায়ানমারে

লিঙ্গবৈষম্যের অভিযোগ, মুশারফকে তোপ ইমরানের প্রাক্তন স্ত্রীর​


পরিবারের প্রাপ্তবয়স্কদের অনুপ্রবেশকারী হিসাবে আটক করার কারণেই তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে নাবালক সন্তানরা। পূর্ববর্তী নীতি অনুযায়ী মেক্সিকো থেকে সীমান্ত পেরিয়ে আমেরিকায় প্রথম বার প্রবেশ করলে যারা অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত, তাদেরই আটক করা হত। পরিবর্তিত অভিবাসন নীতিতে যারাই অবৈধভাবে মেক্সিকো-আমেরিকা সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করছে, তাদের প্রত্যেককেই আটক করা হচ্ছে। সেই অনুযায়ী, গত ছয় সপ্তাহে প্রায় দুই হাজারের বেশি শিশু পরিবারের থেকে আলাদা হয়ে পড়েছে। হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিস বিভাগের তত্ত্বাবধানে রয়েছে অভিবাসী নাবালকরা। মার্কিন প্রশাসনের তরফে যদিও এই শিশুদের বয়স নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

অভিবাসন সংকট নিয়ে প্রথমবার মুখ খুললেন মেলানিয়া। মার্কিন নীতি পরিবর্তনের আহ্বান জানালেন ফার্স্ট লেডি নিজেই। যদিও হোমল্যান্ড সিকিউটিরি বিভাগের তরফে দুটি টুইটবার্তায় বলা হয়েছে, সীমান্তে বাবা-মায়ের থেকে সন্তানদের বিচ্ছিন্ন করার কোনও রকম নিয়ম নেই!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE