Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ট্রাম্পের বিরুদ্ধে সরব ৩৫০ দৈনিক

‘বস্টন গ্লোব’ ও ‘নিউ ইয়র্ক টাইমস’-এর নেতৃত্বে সাড়ে তিনশোটি সংবাদপত্র এই প্রতিবাদে অংশ নেয়।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৮ ০৩:১৮
Share: Save:

সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, এই অভিযোগে আজ কয়েকশো মার্কিন দৈনিক সমন্বয়ে নিজেদের কাগজে প্রতিবাদ জানাল।

‘বস্টন গ্লোব’ ও ‘নিউ ইয়র্ক টাইমস’-এর নেতৃত্বে সাড়ে তিনশোটি সংবাদপত্র এই প্রতিবাদে অংশ নেয়। তার মধ্যে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জেতা প্রদেশগুলোর কিছু দৈনিকও রয়েছে। প্রতিটি দৈনিকই আজ তাদের সম্পাদকীয়তে ‘সংবাদমাধ্যমের বাক্‌স্বাধীনতা’ নিয়ে প্রশ্ন তোলে। ‘বস্টন গ্লোব’ যেমন লিখেছে, ‘কেউ যতই ক্ষমতাবান হোন না কেন, তাঁর বিরুদ্ধে সত্যি প্রকাশের স্বাধীনতা সংবাদমাধ্যমের ছিল। আর সেখানেই আমেরিকার মহানুভবতা। সংবাদমাধ্যমকে এ ভাবে ‘মানুষের শত্রু’ বলে লেবেল সেঁটে দেওয়া আমেরিকা-বিরোধী মানসিকতা। সমাজের পক্ষেও যথেষ্ট বিপজ্জনক।’’

অভিযোগ, ট্রাম্পের মতের বিরোধিতা করলেই সাংবাদিকরা ভুয়ো খবর ছড়াচ্ছেন বলে তিনি সমালোচনা
শুরু করে দেন। গত বছর ফেব্রুয়ারিতে যেমন ট্রাম্প টুইট করেছিলেন, ‘‘দ্য ফেক নিউজ় মিডিয়া (ব্যর্থ নিউ ইয়র্ক টাইমস, এনবিসি নিউজ়, এবিসি, সিবিএস, সিএনএন) আমার শত্রু নয়, এরা আমেরিকার মানুষের শত্রু।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump Newspaper
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE