Advertisement
১৬ এপ্রিল ২০২৪
International news

৫ বছর ধরে সন্তানকে প্লাস্টিকে মুড়ে লকারে লুকিয়ে রেখেছিলেন মা! কারণ...

৫ বছর ধরে রেল স্টেশনের লকারে লুকনো রয়েছে আমার মৃত সন্তান! লকারের ভিতরে প্লাস্টিকে মুড়ে আমিই তাকে লুকিয়ে রেখেছি!

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
টোকিও শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৫৯
Share: Save:

৫ বছর ধরে রেল স্টেশনের লকারে লুকনো রয়েছে আমার মৃত সন্তান! লকারের ভিতরে প্লাস্টিকে মুড়ে আমিই তাকে লুকিয়ে রেখেছি! হন্তদন্ত হয়ে থানায় ঢুকে এগুলো আউড়ে চলেছিলেন এক মহিলা। প্রথম নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না পুলিশ কর্তারা। কিন্তু পরে মহিলার কথা শুনে রেল স্টেশনের ওই লকার খুলতেই আঁতকে ওঠেন তাঁরা। একি!

ভিতরে তখনও প্লাস্টিকে জড়ানো রয়েছে একটি শিশুর দেহ। দেহ বললে ভুলই হবে। আসলে ভিতরে প্লাস্টিকে জড়ানো অবস্থায় রাখা রয়েছে কতগুলো মানুষের হাড়গোড়। মৃত্যুর ৫ বছর পর মাংস গলে হাড় বেরিয়ে যাওয়ারই তো কথা!

মঙ্গলবার ঠিক এমনই অত্যাশ্চর্য অভিজ্ঞতা হল টোকিও পুলিশের। টোকিওর উগুইসুদানি রেল স্টেশন থেকে ওই শিশুর হাড় উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন: আট বছর ধরে নিখোঁজ ছেলের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন বাবা, অবশেষে ফের ফাইল খুলল পুলিশ

ঠিক কী হয়েছিল? নিজের সন্তানকে কেন লকারে লুকিয়ে রেখেছিলেন তিনি? পুলিশের কাছে নিজেই খোলসা করলেন ওই মহিলা।

পুলিশকে ওই মহিলা জানান, ৫ বছর আগে তিনি একটি মৃত সন্তানের জন্ম দিয়েছিলেন। পাছে কেউ সেটা জানতে পেরে যায়, তাই গোপন রাখতে মৃত শিশুকে রেল স্টেশনের লকারের মধ্যে লুকিয়ে রেখেছিলেন। স্টেশনের ওই লকারের ভাড়া তিনিই দিতেন। আর এই ৫ বছর ধরে নিয়মমাফিক ভাড়াও দিয়ে আসছিলেন।

আরও পড়ুন: ভুটানে বৃষ্টি! হড়পা বানে জলমগ্ন উত্তরবঙ্গের তিন ব্লক

কিন্তু সম্প্রতি তাঁর পার্টনারের সঙ্গে সম্পর্কে ভাঙন ধরে। পার্টনার তাঁকে বাড়ি থেকে বার করে দেন। লকারের চাবিটা ওই মহিলা বাড়িতেই ফেলে এসেছিলেন, ফলে পাছে কেউ জানতে পারেন সেই ভয়ে তিনি পুলিশের দ্বারস্থ হন। সব ঘটনা পুলিশকে খুলে বলেন।

পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। ওই মহিলা ঠিক বলছেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Japan Tokyo Baby Crime জাপান
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE