Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Zhejiang

অনলাইনে ছেলের জন্য খেলনা অর্ডার করে মিলল জ্যান্ত সাপ!

জানা গিয়েছে, অভিযোগ পেয়ে অল্প সময়ের মধ্যেই ওই সংস্থার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়। মহিলাকে এই অর্ডারের দামও ফিরিয়ে দিয়েছে ওই সংস্থা।

—প্রতীকী চিত্র।

—প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
বেজিং শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৭ ০৯:১৯
Share: Save:

অনলাইনে নিজের বছর ছয়েকের ছেলের জন্য খেলনা অর্ডার দিয়েছিলেন এক মহিলা। নির্ধারিত সময়ে অর্ডার পৌঁছেও গেল বাড়িতে। ছেলেকে সঙ্গে নিয়ে প্যাকেট খুলেই আঁতকে উঠলেন মহিলা। ছিটকে সরে এলেন ক্যুরিয়ারে আসা প্যাকেটের কাছ থেকে। কারণ, ওই প্যাকেটের মধ্যে থেকে তখন আস্তে আস্তে বেরিয়ে আসছে একটা সাপ!

আতঙ্কিত হয়ে চিত্কার শুরু করে দেন ওই মহিলা। চিত্কার শুনে ছুটে আসেন প্রতিবেশীরাও। বড়সড় সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরাও। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বনবিভাগের কর্মীরা। কিন্তু তত ক্ষণে সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছেন প্রতিবেশীরা।

আরও পড়ুন:
ভোর রাতে স্কুলে অশরীরী উপদ্রব, ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়

দৈত্যাকার দোলনাটি বিশ্বের অন্যতম ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার রাইড

বিচিত্র এই ঘটনাটি ঘটেছে চিনের ঝেজিয়াং-এ। বনবিভাগের কর্মীরা পরীক্ষা করে জানিয়েছেন সাপটি নির্বিষ। গোটা বিষয়টি জানিয়ে ওই অনলাইন বিপণন সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানান ওই মহিলা। জানা গিয়েছে, অভিযোগ পেয়ে অল্প সময়ের মধ্যেই ওই সংস্থার পক্ষ থেকে ক্ষমা চেয়ে নেওয়া হয়। মহিলাকে এই অর্ডারের দামও ফিরিয়ে দিয়েছে ওই সংস্থা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE