Advertisement
২৩ এপ্রিল ২০২৪

আইএস ছাড়তে বলায় মাকে গুলি করে হত্যা!

প্রকাশ্যে কয়েকশো মানুষের সামনে নিজের মাকে গুলিতে ঝাঁঝরা করে দিল ইসলামিক স্টেটের(আইএস)এক জঙ্গি। মায়ের অপরাধ, তিনি ছেলেকে সন্ত্রাসবাদী সংগঠন আইএসের সংস্রব ছাড়তে বলেছিলেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিরিয়ার রাক্কায়। ২০১৩ সালে দখল নেওয়ার পর সিরিয়ার যে শহরটি বিশ্বজুড়ে আইএসের সন্ত্রাসবাদী সংগঠনটির নাশকতামূলক কাজকর্মের প্রধান ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬ ২০:০৩
Share: Save:

প্রকাশ্যে কয়েকশো মানুষের সামনে নিজের মাকে গুলিতে ঝাঁঝরা করে দিল ইসলামিক স্টেটের(আইএস)এক জঙ্গি। মায়ের অপরাধ, তিনি ছেলেকে সন্ত্রাসবাদী সংগঠন আইএসের সংস্রব ছাড়তে বলেছিলেন। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সিরিয়ার রাক্কায়। ২০১৩ সালে দখল নেওয়ার পর সিরিয়ার যে শহরটি বিশ্বজুড়ে আইএসের সন্ত্রাসবাদী সংগঠনটির নাশকতামূলক কাজকর্মের প্রধান ঘাঁটি হয়ে দাঁড়িয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, আলি সাকর(২১)নামে আইএসের ওই জঙ্গি রাক্কায় পোস্ট অফিসের ঢিল ছোঁড়া দূরত্বে একেবারে দিনের আলোয় কয়েকশো মানুষের সামনে্ তার ৪৫ বছর বয়সী মা লেনা আল-কাসেমকে গুলি করে মেরে ফেলে। মাকে গুলি করার সময় ওই জঙ্গি তার সংগঠন আইএসের আরও বেশ কয়েক জন জঙ্গিকে ঘটনাস্থলে হাজির করিয়েছিল।

আরও পড়ুন- পাথর ছুড়ে মহিলাকে নৃশংস ভাবে খুন করল আল কায়দা

ওই প্রত্যক্ষদর্শী জানিয়েছে, জঙ্গি আলির মা লেনা তাঁর ছেলেকে বলেছিলেন, আমেরিকা ও তার বন্ধু দেশগুলো এ বার জোট বেঁধে আইএস-কে পুরোপুরি নিকেশ করে দেবে। তাতে আলিও বাঁচবে না। তাই নিজের জান বাঁচাতে আলিকে যত তাড়াতাড়ি সম্ভব সন্ত্রাসবাদী সংগঠন আইএসের সঙ্গে যাবতীয় যোগাযোগ বন্ধ করে দিতে বলেছিলেন। আর তাতেই বড় ‘অপরাধ’ হয়ে যায় আলির মা লেনার। তার মা যে অমন সংগঠন-বিরোধী কথা বলছে, সে কথা আইএসের ‘মাথা’দের কানে তুলে দেয় আলি। তখনই আইএসের ‘মাথা’রা ঠিক করে, আলির মাকে মেরে ফেলতে হবে। তারা সেই কাজটা আলিকেই করতে বলে। আর আলি সেই কাজটা ঠিকঠাক ভাবে করছে কি না, তা দেখার জন্য তারা বলে প্রকাশ্যে আইএসের জনাকয়েক সদস্যের সামনেই আলির মাকে খুন করতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mother shot dead syria son
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE