Advertisement
২৪ এপ্রিল ২০২৪
International

‘মাই নেম ইজ খান এবং আমি দেশপ্রেমিক আমেরিকান’

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের ঠেকাতে মুসলিমরাই হয়ে উঠলেন ডেমোক্র্যাটদের ‘ট্রাম্প-কার্ড’! ডোনাল্ড ট্রাম্পের তীব্র মুসলিম-বিদ্বেষের জবাবে ডেমোক্র্যাটরা এখন বার্তা দিতে চাইছেন, আমেরিকাকে শুধু খানখান করতেই জন্ম হয়নি ‘খান’দের!

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি- ইন্টারনেট।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি- ইন্টারনেট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ১৮:২৭
Share: Save:

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের ঠেকাতে মুসলিমরাই হয়ে উঠলেন ডেমোক্র্যাটদের ‘ট্রাম্প-কার্ড’!

ডোনাল্ড ট্রাম্পের তীব্র মুসলিম-বিদ্বেষের জবাবে ডেমোক্র্যাটরা এখন বার্তা দিতে চাইছেন, আমেরিকাকে শুধু খানখান করতেই জন্ম হয়নি ‘খান’দের! তাঁরা অন্য দেশ থেকে ‘অভিবাসী’ হয়ে এলেও, আমেরিকাকেই ভালবাসেন। ভালবেসেছেন। আমেরিকার জন্য আত্মত্যাগ করেছেন। করেছেন স্বার্থত্যাগও।

‘মাই নেম ইজ খান অ্যান্ড আই অ্যাম আমেরিকান পেট্রিয়ট।’ একটি মুসলিম পরিবারের এই বক্তব্যকেই এ বার তাদের প্রচারে ‘তুরুপের তাস’ বানাল ডেমোক্র্যাটিক পার্টি। সেই মুসলিম পরিবারের বক্তব্যই হয়ে গেল ডেমোক্র্যাটদের নির্বাচনী প্রচারের অন্যতম স্লোগান।

আদ্যোপান্ত মার্কিন ওই মুসলিম পরিবারটির কর্তা খিজির খান, কর্ত্রী ঘাজালা খান। তার চেয়েও বড় কথা তাঁদের সন্তান হুমায়ুন খান ছিলেন মার্কিন সেনাবাহিনীর ক্যাপ্টেন। ইরাক যুদ্ধে যিনি প্রাণ হারিয়েছিলেন। এই পরিবারটিকে ‘মডেল’ হিসেবে তুলে ধরে বোঝানো হচ্ছে, ‘খান’ হলেও আমেরিকার প্রতি তাঁদের দেশপ্রেমে কোনও ঘাটতি থাকেনি কোনও দিন। তাই মার্কিন সেনাবাহিনীর হয়ে ইরাকে যুদ্ধ করতে গিয়ে প্রাণ দিতে পিছপা হননি খান-সন্তান।

ডেমোক্র্যাটদের এই প্রচার-কৌশলে সম্ভবত উৎসাহিত হয়েছেন রিপাবলিকান শিবিরে কট্টর ট্রাম্প-বিরোধী বলে পরিচিত রবার্ট ম্যাকেন। তিনি বলেছেন, ‘‘ট্রাম্প এখন যে সব কথা বলছেন, তাতে একজন নিহত সৈনিকের মা, বাবাও অপমানিত হচ্ছেন। ট্রাম্প সম্ভবত এটাই বোঝাতে চেয়েছেন, মুসলিম বলে মার্কিন সেনাবাহিনীতে নাম লেখানোটাই ভুল হয়েছিল ওই নিহত খান-সন্তানের!’’

খোঁচাটা যে মার্কিন ভোটারদের জাত্যভিমানকেই উস্‌কে দিল, সন্দেহ নেই।

আরও পড়ুন- বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ভারতীয় নৌসেনা প্রধানের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

US Donald Trump Democratic Party
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE