Advertisement
২৩ এপ্রিল ২০২৪

স্ক্রিপালদের ৩ পোষ্যের রহস্যমৃত্যু

স্ক্রিপাল কাণ্ডে এ বার নয়া মোড়। স্ক্রিপালদের তিনটি পোষ্যও রাসায়নিক হামলার স্বীকার হয়েছিল বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। মারা গিয়েছে দু’টি গিনিপিগ ও একটি বেড়াল।

পোষা বেড়ালের সঙ্গে ইউলিয়া। ছবি: ফেসবুক থেকে

পোষা বেড়ালের সঙ্গে ইউলিয়া। ছবি: ফেসবুক থেকে

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৮ ০৪:১২
Share: Save:

স্ক্রিপাল কাণ্ডে এ বার নয়া মোড়। স্ক্রিপালদের তিনটি পোষ্যও রাসায়নিক হামলার স্বীকার হয়েছিল বলে জানিয়েছে ব্রিটিশ সরকার। মারা গিয়েছে দু’টি গিনিপিগ ও একটি বেড়াল।

রাশিয়ায় নিযুক্ত ব্রিটেনের প্রাক্তন চর সের্গেই স্ক্রিপাল ও তাঁর মেয়ে ইউলিয়াকে গত মাসে তাঁদের স্যালিসবারির বাড়ির সামনের একটি পার্ক থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল। ব্রিটিশ সরকারের অভিযোগ, নার্ভ এজেন্টের সাহায্যে বাবা-মেয়েকে মারতে চেয়েছিল রাশিয়া। সের্গেই এবং ইউলিয়া দু’জনে এখনও হাসপাতালে। সম্প্রতি রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানতে চান, স্ক্রিপালদের বাড়িতে যে পোষ্যেরা থাকত, তাদের অবস্থা কী? তার জবাবেই ব্রিটিশ সরকার জানিয়েছে, ইউলিয়া স্ক্রিপালের একটি বেড়াল ও দু’টি গিনিপিগেরই মৃত্যু হয়েছে। এবং ধরে নেওয়া হচ্ছে তারাও রাসায়নিক হামলার স্বীকার।

ব্রিটেনের ডিইএফআরএ (ডিপার্টমেন্ট অব এনভায়রনমেন্ট, ফুড অ্যান্ড রুরাল অ্যাফেয়ার্স) দফতরের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, স্ক্রিপালদের বাড়ি থেকে দু’টি মৃত গিনিপিগ তারা উদ্ধার করেছিল। খুব সম্ভবত জলের অভাবে মৃত্যু হয় প্রাণী দু’টির। ওই বাড়ি থেকে উদ্ধার হয়েছিল একটি বেড়ালও। সেটি এতটাই কষ্টে ছটফট করছিল যে, তাকে নিষ্কৃতি মৃত্যু দেওয়ার সিদ্ধান্ত নেন এক পশু-চিকিৎসক। পার্কেই স্ক্রিপালদের উপর রাসায়নিক হামলা হয়েছে বলে প্রথমে সন্দেহ করা হলেও, গত সপ্তাহে ব্রিটিশ গোয়েন্দারা জানান, স্ক্রিপালদের বাড়ির দরজা থেকেও নার্ভ এজেন্টের নমুনা মিলেছে। সন্দেহ, সেখান থেকেই মরেছে বাড়ির পোষ্যেরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE