Advertisement
১৭ এপ্রিল ২০২৪

জট কাটাতে রাশিয়ায় যাচ্ছেন মোদী

জট কাটাতে ২১ মে এক দিনের সফরে সে দেশের সোচি শহরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোনও পূর্বনির্ধারিত আলোচ্যসূচি থাকছে না। থাকবে না কোনও প্রোটোকলও। ঘরোয়া পরিবেশে খোলামেলা আলোচনা করবেন মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৮ মে ২০১৮ ০৩:০৭
Share: Save:

শত্রুপক্ষ তার বৈরিতা বাড়াচ্ছে। পুরনো বন্ধুরাও বেসুরে বাজছে। এমন এক টালমাটাল কূটনৈতিক বাতাবরণে রাশিয়ার সঙ্গে সম্পর্কে জট কাটাতে ২১ মে এক দিনের সফরে সে দেশের সোচি শহরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তাৎপর্যপূর্ণ ভাবে এই বৈঠকটিও হবে উহান আলোচনার মডেলে। অর্থাৎ, কোনও পূর্বনির্ধারিত আলোচ্যসূচি থাকছে না। থাকবে না কোনও প্রোটোকলও। ঘরোয়া পরিবেশে খোলামেলা আলোচনা করবেন মোদী এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার সঙ্গে যখন আমেরিকা তথা পশ্চিম বিশ্বের যুযুধান পরিস্থিতি সেই সময়ে ভারতের এই দৌত্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। অনেকগুলি বিষয় নিয়ে জট রয়েছে। বিদেশ মন্ত্রকের আশা, শীর্ষ পর্যায়ের এই আলোচনায় তার অনেকটাই কাটতে পারে। গত দু’বছর ধরে ভারতের বারবার অনুরোধ সত্ত্বেও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে মস্কো। দু’টি দেশের মধ্যে সেনা মহড়াও করা হয়েছে সাউথ ব্লকের উষ্মা বাড়িয়ে।

পাশাপাশি আমেরিকার সঙ্গে রাশিয়ার দ্বৈরথ তৈরি হওয়ায় চাপে পড়ে গিয়েছে নয়াদিল্লি। হোয়াইট হাউস আইন এনেছে, রাশিয়া থেকে যে দেশ বড় মাপের অস্ত্র সওদা করবে তাকে আমেরিকার নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হচ্ছে, পুতিনের সঙ্গে আলোচনায় এই বিষয়গুলি উঠে আসবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE