Advertisement
২৫ এপ্রিল ২০২৪
International News

এইচওয়ান-বি: আমেরিকায় ভারতীয়দের চাকরির সুযোগ কমতে চলেছে?

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ ব্যাপারে চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এগচ্ছে বলে হোয়াইট হাউস সূত্রের খবর। সূত্রটি এও জানিয়েছে, ওই সিদ্ধান্ত কার্যকর হলে যে হাজার হাজার ভারতীয় মার্কিন মুলুকে চাকরি করছেন, তাঁরাই ক্ষতিগ্রস্ত হবেন সবচেয়ে বেশি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ০৮ মে ২০১৮ ১২:১১
Share: Save:

স্বামীর এইচওয়ান-বি ভিসার সূত্রে স্ত্রীর চাকরির জন্য ওয়ার্ক পারমিট বা স্ত্রীর এইচওয়ান-বি ভিসার দৌলতে স্বামীর ওয়ার্ক পারমিট পাওয়ার দিন বোধহয় এ বার শেষ হতে চলল আমেরিকায়। উঠে যেতে পারে এইচ-৪ ভিসাও। এই মুহূর্তে আমেরিকায় এইচ-৪ ভিসা রয়েছে অন্তত ১ লক্ষ মানুষের হাতে। যার ৯৪ শতাংশই মহিলা। আর ৯৩ শতাংশ ভারতীয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ ব্যাপারে চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এগচ্ছে বলে হোয়াইট হাউস সূত্রের খবর। সূত্রটি এও জানিয়েছে, ওই সিদ্ধান্ত কার্যকর হলে যে হাজার হাজার ভারতীয় মার্কিন মুলুকে চাকরি করছেন, তাঁরাই ক্ষতিগ্রস্ত হবেন সবচেয়ে বেশি। এ দেশে ও বিদেশে স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা ও গবেষণা শেষ করে যে সব দম্পতি আমেরিকায় চাকরি খোঁজেন, তাঁদের সুযোগও সঙ্কুচিত হয়ে পড়বে।

আরও পড়ুন- মার্কিন সাংবাদিক লিজার প্রেমিক ফিদেল কাস্ত্রো!​

আরও পড়ুন- পরমাণু পরীক্ষায় অরুচি কিমের!​

বারাক ওবামা প্রেসিডেন্ট থাকার সময়েই এই নিয়ম চালু হয়েছিল মার্কিন মুলুকে। সেই নিয়ম বাতিল হলে আমেরিকায় যাঁদের হাতে এই মুহূর্তে এইচ-৪ ভিসা রয়েছে, সেই ৭০ হাজার বিদেশিও অসুবিধায় পড়বেন। তাঁদের একটি বড় অংশও ভারতীয়।

পূর্বতন প্রেসিডেন্ট বারাক ওবামার জমানায় স্বামী বা স্ত্রীর এইচওয়ান-বি ভিসা থাকলে, তাঁদের স্ত্রী বা স্বামীকে এইচ-৪ ভিসা দেওয়ার প্রথা চালু হয়েছিল। ভারতীয় বংশোদ্ভূত মার্কিনরাই এত দিন ওই নিয়মের সুফল ভোগ করেছেন সবচেয়ে বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE