Advertisement
২৩ এপ্রিল ২০২৪

পাকিস্তানের প্রথম প্রমীলা বিদেশসচিব হচ্ছেন তেহমিনা জানুজা

মহিলা বিদেশমন্ত্রী হয়েছেন আগে। হিনা রব্বানি খার। এ বার প্রথম মহিলা বিদেশসচিব পেতে চলেছে পাকিস্তান। তেহমিনা জানুজা বর্তমানে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের প্রতিনিধি। মার্চ মাস থেকে তিনি বিদেশসচিব পদে যোগ দেবেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:২৫
Share: Save:

মহিলা বিদেশমন্ত্রী হয়েছেন আগে। হিনা রব্বানি খার। এ বার প্রথম মহিলা বিদেশসচিব পেতে চলেছে পাকিস্তান। তেহমিনা জানুজা বর্তমানে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের প্রতিনিধি। মার্চ মাস থেকে তিনি বিদেশসচিব পদে যোগ দেবেন। ভারতে নিযুক্ত পাক হাইকমিশনার আব্দুল বাসিত ওই পদে আসতে পারেন বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত পাক সরকার ওই সিদ্ধান্ত নেয়নি। বাসিতকে দিল্লি থেকে সরিয়ে নেওয়া হতে পারে বলেই খবর। বাসিতের বিভিন্ন পদক্ষেপ নিয়ে ভারত সরকারের সঙ্গে জটিলতার সৃষ্টি হচ্ছিল। সে কারণেই নওয়াজ শরিফ সরকার বাসিতকে বিদেশসচিবের গুরুত্বপূর্ণ পদে বসায়নি বলেই মনে করছেন দিল্লির কূটনীতিকরা।
এ দিকে, করাচিতে সাহিত্য উৎসবে ৪ জন প্রতিনিধি পাঠিয়েছে ভারত। বিদেশ সচিব পর্যায়ের বৈঠক না হলেও দু’দেশের মধ্যে এই ধরনের পদক্ষেপগুলি এগোচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tehmina Janjua Foreign Secretary
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE