Advertisement
২০ এপ্রিল ২০২৪
International news

ইমরানের ঝুলিতে ১৫৮ আসন,  শপথ ১৮ অগস্ট

৭০ সংরক্ষিত আসনের মধ্যে ৩৩ পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই)। তার মধ্যে ২৮ মহিলাদের জন্য সংরক্ষিত এবং বাকি পাঁচটি সংখ্যালঘুদের জন্য।

ইমরান খান। —ফাইল চিত্র।

ইমরান খান। —ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লাহৌর শেষ আপডেট: ১২ অগস্ট ২০১৮ ১৯:০১
Share: Save:

পাক প্রধানমন্ত্রীর কুর্সি ছোয়া থেকে আর মাত্র ১৪ আসনের দূরত্বে ইমরান খান।

শনিবার নির্বাচন কমিশন পাক পার্লামেন্টের ৭০ সংরক্ষিত আসন রাজনৈতিক দলগুলোর মধ্যে ভাগ করে দেয়। রাজনৈতিক দলগুলির প্রাপ্ত আসনের নিরিখে সংরক্ষিত আসন ঘোষণা করে নির্বাচন কমিশন। তাতে ৭০ সংরক্ষিত আসনের মধ্যে ৩৩ পেয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই-ইনসাফ (পিটিআই)। তার মধ্যে ২৮ মহিলাদের জন্য সংরক্ষিত এবং বাকি পাঁচটি সংখ্যালঘুদের জন্য।

পাক নির্বাচন কমিশন সূত্রে খবর, পার্লামেন্টে সব মিলিয়ে ৭০ সংরক্ষিত আসন রয়েছে। যার ৬০ আসন মহিলাদের জন্য সংরক্ষিত এবং ১০ সংখ্যালঘুদের জন্য। ইমরান খানের দল পিটিআই-কে যে ২৮ মহিলা সংরক্ষিত আসন দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে পঞ্জাবের ১৬, সিন্ধ প্রদেশের চার, খাইবার পাখতুনখোয়ায় সাত এবং একটি বালুচিস্তানের। আর সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য মোট ১০ আসনে মধ্যে পাঁচটি পিটিআইয়ের। বাকি পাঁচের মধ্যে দুটো পাকিস্তান মুসলিম লিগের, দুটো পাকিস্তান পিপলস্‌ পার্টির এবং একটা মজলিস ই-আমলের।

আরও পড়ুন: ৩ দশকে ৩ গুণ হবে প্রবীণ নাগরিকের সংখ্যা!

৩৪২ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলির ১৭২ হল ম্যাজিক ফিগার। সংরক্ষিত আসন নিয়ে ইমরান খানের দল পিটিআই পেল ১৫৮ আসন। সংখ্যাগরিষ্ঠ প্রমাণ করে সরকার গড়ার জন্য আর মাত্র ১৪ আসনের প্রয়োজন। সে ক্ষেত্রে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা প্রামাণে ইমরানকে ছোট দলগুলির সাহায্য নিতে হবে। ১৮ অগস্ট পাক প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন ইমরান। সে দিন তাঁরা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে ফেলবেন বলে জোর গলায় জানিয়ে দিয়েছেন ইমরান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE