Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Pakistan

বিদেশি অতিথির মানিব্যাগ চুরি করলেন পাক আমলা, ভিডিয়ো ভাইরাল

চুরি করার দৃশ্য ধরা পড়ে গেল ক্লোজ সার্কিট ক্যামেরায়। ছয় সেকেন্ডের সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে এই কেলেঙ্কারিতে আন্তর্জাতিক দুনিয়ায় মাথা হেঁট হল পাকিস্তানের।

চুরির করার দৃশ্য ধরা পড়ল ক্লোজ সার্কিট ক্যামেরায়। ছবি সৌজন্য: টুইটার।

চুরির করার দৃশ্য ধরা পড়ল ক্লোজ সার্কিট ক্যামেরায়। ছবি সৌজন্য: টুইটার।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৮ ১৫:০৩
Share: Save:

কুয়েতের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের এক সদস্যের মানিব্যাগ চুরি করলেন এক পাকিস্তানি আমলা। আর সেই চুরি করার দৃশ্য ধরা পড়ে গেল ক্লোজ সার্কিট ক্যামেরায়। ছয় সেকেন্ডের সেই ভিডিয়ো এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একই সঙ্গে এই কেলেঙ্কারিতে আন্তর্জাতিক দুনিয়ায় মাথা হেঁট হল পাকিস্তানের।

পাকিস্তানে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে গিয়েছিল কুয়েতের প্রতিনিধিদলটি। সফরের মধ্যেই নিজের মানিব্যাগ হারিয়ে ফেলেন এক প্রতিনিধি। সরকারি ভাবে তা নিয়ে অভিযোগও দায়ের করেন তিনি। এর পরই আসরে নামে পাকিস্তান সরকার। অর্থমন্ত্রকের যে হলে চলছিল বৈঠক, সেখানে তন্ন তন্ন করে তল্লাশি চালানো হয়। হলে উপস্থিত নিচুতলার সমস্ত কর্মীকেও জেরা করার পাশাপাশি শারীরিক ভাবে তল্লাশি চালানো হয়। কিন্তু মানিব্যাগের কোনও খোঁজ মেলেনি। তখন খতিয়ে দেখা হয় ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ। এর পরই সামনে আসে কেলেঙ্কারির ছবি।

ভিডিয়ো ফুটেজে ওই পাকিস্তানি আমলাকে টেবিলের ওপর পড়ে থাকা মানিব্যাগটি তুলে চুপিসাড়ে পকেটে ঢুকিয়ে নিতে দেখা যাচ্ছে। জানা গিয়েছে, ওই আমলা পাকিস্তান অর্থমন্ত্রকের গ্রেড ২০ পর্যায়ের সচিব জারার হায়দর খান। যদিও তিনি প্রথমে চুরির কথা স্বীকার করেননি। কিন্তু ভিডিয়ো ফুটেজ দেখানোর পর তিনি মানিব্যাগটি ফেরত দিয়েছেন বলে জানা গিয়েছে।

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: ‘ইমরানের সরকার নতুন মোড়কে পুরনো পাকিস্তান’, রাষ্ট্রপুঞ্জে ‘সন্ত্রাস’-গোলা নয়াদিল্লির

উচ্চপদস্থ এই আমলার এ হেন কেলেঙ্কারির ছবি সামনে আসায় মাথা আন্তর্জাতিক পর্যায়ে মাথা হেঁট হয়েছে পাকিস্তানের। নিন্দার ঝড় উঠেছে পাকিস্তান জুড়ে। যদিও পুরো বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। দোষী সাব্যস্ত হলে, ওই আমলাকে শাস্তি দেওয়া হবে বলেও জানিয়েছে ইসলামাবাদ।

(সারা বিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistan Kuwait Moneybag Stealing Wallet
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE