Advertisement
১৮ এপ্রিল ২০২৪

ধুলোয় মিশে গেল ঐতিহ্য

সিরিয়ার মরুভূমিতে রাজধানী দামাস্কাসের উত্তর-পূর্বে পালমিরা শহর। প্রথম, দ্বিতীয় শতাব্দী থেকে শিল্প, বাণিজ্য, স্থাপত্যের অন্যতম কেন্দ্র এই শহর। নানা সময়ে বিভিন্ন সভ্যতার সংস্পর্শে এসেছে। তাই এর স্থাপত্যে গ্রিক, রোমান, পার্সিয়ান ও স্থানীয় প্রভাব পড়েছে। গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে সিরিয়ার অন্যতম দর্শনীয় স্থান ছিল এটি।

ধ্বংসের পরে পালমিরার একাংশ।

ধ্বংসের পরে পালমিরার একাংশ।

শেষ আপডেট: ২৪ জুন ২০১৫ ২০:০৫
Share: Save:

সিরিয়ার মরুভূমিতে রাজধানী দামাস্কাসের উত্তর-পূর্বে পালমিরা শহর। প্রথম, দ্বিতীয় শতাব্দী থেকে শিল্প, বাণিজ্য, স্থাপত্যের অন্যতম কেন্দ্র এই শহর। নানা সময়ে বিভিন্ন সভ্যতার সংস্পর্শে এসেছে। তাই এর স্থাপত্যে গ্রিক, রোমান, পার্সিয়ান ও স্থানীয় প্রভাব পড়েছে। গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে সিরিয়ার অন্যতম দর্শনীয় স্থান ছিল এটি। ইউনেস্কো-র হেরিটেজ সাইটের তালিকায় ছিল পালমিরার নাম (http://whc.unesco.org/en/list/23)। ২২ মে পালমিরার দখল নেয় আইএস। তার পরে অনেকেই পালমিরা-র ধ্বংসের আশঙ্কা করছিলেন। সেই আশঙ্কায়ই অবশেষে সত্যি হল।

ছবি: এপি ও এফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

palmayer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE