Advertisement
১৮ এপ্রিল ২০২৪

অবৈধ সন্তান রয়েছে ট্রাম্পের: প্রাক্তন কর্মী

এ বার ‘ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ার’-এর প্রাক্তন দ্বাররক্ষী দাবি করলেন, এক সময়ে ওই ভবনেরই এক পরিচারিকার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁদের একটি অবৈধ সন্তানও রয়েছে।

ছবি: রয়টার্স।

ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২৬ অগস্ট ২০১৮ ০৩:৪৩
Share: Save:

তাঁর একাধিক বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে কম চর্চা নেই। কখনও উঠে এসেছে পর্ন-তারকা স্টর্মি ড্যানিয়েলের নাম, তো কখনও প্লেবয় মডেল ক্যারেন ম্যাকডুগাল দাবি করেছেন, তাঁর সঙ্গে সম্পর্ক ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ বার ‘ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ার’-এর প্রাক্তন দ্বাররক্ষী দাবি করলেন, এক সময়ে ওই ভবনেরই এক পরিচারিকার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক তৈরি হয়েছিল। তাঁদের একটি অবৈধ সন্তানও রয়েছে।

ডিনো সাজুডিন নামে ওই রক্ষী জানিয়েছেন, ২০১৬ সালে ভোটের আগে তাঁর কাছ থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করেছিল ‘আমেরিকান মিডিয়া’ নামে
একটি মার্কিন প্রকাশনা সংস্থার ট্যাবলয়েড ‘ন্যাশনাল এনকোয়ারার’। পরিবর্তে তাঁকে বড় অঙ্কের অর্থ দেওয়া হয়। সই করিয়ে নেওয়া হয় চুক্তিপত্রেও। চুক্তিতে লেখা হয়েছিল, নির্দিষ্ট সময়ের আগে ট্রাম্প ও ওই পরিচারিকার সম্পর্ক এবং তাঁদের প্রেমজ সন্তান নিয়ে বাইরে মুখ খুললে ডিনোকে ১০ লক্ষ ডলার শাস্তিস্বরূপ ওই সংস্থাকে দিতে হবে। ডিনো জানান, এই কারণেই এত দিন তিনি চুপ ছিলেন।

‘ট্রাম্প ওয়ার্ল্ড টাওয়ার’-এর ওই পরিচারিকা অবশ্য ডিনোর দাবি মানতে নারাজ। তিনি বলেছেন, ‘‘আগাগোড়া ভুয়ো খবর।’’ স্বাভাবিক ভাবেই ট্রাম্পের সংস্থাও জানিয়েছে, ডিনোর দাবি সম্পূর্ণ মিথ্যে। কিন্তু একটি মার্কিন সংবাদ সংস্থা আজ দাবি করেছে, ঘটনার সত্যমিথ্যা যাচাইয়ে তারা অন্তর্তদন্ত চালিয়েছিল। তাদের রিপোর্ট অনুযায়ী, সত্যিই ডিনো সাজুডিনের সঙ্গে চুক্তি হয়েছিল ‘আমেরিকান মিডিয়া’-র। এবং অর্থও দেওয়া হয়েছিল তাঁকে।

একটি প্রথম সারির মার্কিন দৈনিককে ডিনো জানিয়েছেন, ‘আমেরিকান মিডিয়া’-র প্রধান ডেভিড পেকার মার্কিন প্রেসিডেন্টের অনেক দিনের বন্ধু। বরাবরই তাঁরা ট্রাম্পকে রক্ষা করে এসেছেন। পরে তিনি বুঝেছিলেন, খবর করতে নয়, তাঁর মুখ বন্ধ করতেই ওই কাজ করেছিল ‘ন্যাশনাল এনকোয়ারার’।

ট্যাবলয়েডটির মুখ্য সম্পাদক ও ‘আমেরিকান মিডিয়া’র অন্যতম কর্তা ডিলান হাওয়ার্ড জানিয়েছেন, সুজাডিনকে সত্যিই অর্থ দেওয়া হয়েছিল। কিন্তু ‘বিশ্বাসযোগ্যতার অভাবে’ খবরটি আর ছাপা হয়নি। ডিলান আরও বলেন, ‘‘ডিনো গভীর জলের মাছ।’’

একটি মার্কিন সংবাদ সংস্থা ডিনোর কাছ থেকে গোটা বিষয়টা বিশদে জানতে চেয়েছিল। কিন্তু তিনি স্পষ্ট জানিয়ে দেন, অর্থ দেওয়া না হলে তিনি কিছু জানাবেন না। বলেন, ‘‘ডলারের গল্প না থাকলে, তিনি এর মধ্যে আর নিজেকে জড়াবেন না।’’

তবে ডলারে মুখ বন্ধ করার অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে নতুন কিছু নয়। প্রথমে অস্বীকার করলেও পরে মার্কিন প্রেসিডেন্ট মেনে নিয়েছিলেন, তাঁর আইনজীবী মাইকেল কোহেন ২০১৬ সালের নির্বাচনের আগে স্টর্মি ড্যানিয়েলকে ১ লক্ষ ৩০ হাজার ডলার দিয়েছিলেন চুপ থাকার জন্য। উদ্দেশ্য ছিল একই। মার্কিন জনসাধারণের কাছে নিজের ভাবমূর্তি ঠিক রাখতে স্টর্মিকে বলা হয়েছিল, তাঁর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক যেন প্রকাশ্যে না আসে। ডিনোর ঘটনার ঠিক আট মাস পরেই, ২০১৬ সালের অগস্ট মাসে প্লেবয় মডেল ক্যারেন ম্যাকডুগালকে ‘আমেরিকান মিডিয়া’ দেড় লক্ষ ডলার দিয়েছিল বলে শোনা যায়।

নয়া কেলেঙ্কারি নিয়ে এখনও পর্যন্ত নীরবই রয়েছেন ট্রাম্প।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

President Donald Trump Donald Trump child
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE