Advertisement
১৮ এপ্রিল ২০২৪

কাকভেজা অতিথি রাষ্ট্রপ্রধানরা, মাথায় ছাতা নিয়ে ‘ট্রোলড’ পুতিন

পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে নামল বৃষ্টি। তার মধ্যেই পোডিয়ামে চলে এসেছেন ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। রয়েছেন ফিফার কর্মকর্তারাও। বৃষ্টিতে সবাই কার্যত কাকভেজা। কিন্তু আয়োজক দেশ হয়েও একমাত্র রাশিয়ার প্রেসিডেন্টের মাথায় ছাতা। অতিথিদের মাথায় জোটেনি কিছুই।

রুশ প্রেসিডেন্ট পুতিনের মাথায় ছাতা। পাশেই ভিজছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট পুতিনের মাথায় ছাতা। পাশেই ভিজছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ। ছবি: রয়টার্স

সংবাদ সংস্থা
মস্কো শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৮ ১০:৫০
Share: Save:

‘অতিথি দেবো ভবঃ’। এই সংস্কৃতিতে হয়তো তিনি বিশ্বাসী নন। হতে পারে সচেতন ভাবে। অজ্ঞাতেও ঘটতে পারে। কিন্তু বিশ্বকাপ ফাইনালের পর ভ্লাদিমির পুতিন এ ভাবেই ‘ট্রোলড’। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি দুই রাষ্ট্রপ্রধান মুষলধারে বৃষ্টিতে ভিজছেন। অথচ তাঁর মাথায় ছাতা ধরে আছেন এক নিরাপত্তাকর্মী। আর তারপরই আয়োজক রাশিয়ার রাষ্ট্রপ্রধানের সৌজন্যবোধ নিয়ে টুইটার-ফেসবুকে আছড়ে পড়েছে শ্লেষ, কটাক্ষ।

কী হয়েছিল তখন? ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে ফ্রান্স। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরুর সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে নামল বৃষ্টি। তার মধ্যেই পোডিয়ামে চলে এসেছেন ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। রয়েছেন ফিফার কর্মকর্তারাও। বৃষ্টিতে সবাই কার্যত কাকভেজা। কিন্তু আয়োজক দেশ হয়েও একমাত্র রাশিয়ার প্রেসিডেন্টের মাথায় ছাতা। অতিথিদের মাথায় জোটেনি কিছুই।

এ কি শুধুই আয়োজনের খামতি? যে দেশ কার্যত মসৃণ ভাবে (ফাইনাল ম্যাচে রুশ নারীবাদী সংগঠন ‘পুসি রায়ট’-এর চার কর্মী মাঠে ঢুকে পড়া বাদ দিলে) বিশ্বকাপ আয়োজন করেছে, সেখানে সামান্য বৃষ্টির জন্য প্রস্তুতি থাকবে না? এ ভাবেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত ব্যক্তিত্বরা পর্যন্ত প্রশ্ন তুলেছেন আয়োজনের ত্রুটি-বিচ্যুতি নিয়ে। এবং অবশ্যই পুতিনের সৌজন্যবোধ নিয়ে।

আরও পড়ুন: ড্যাব ডান্স থেকে ক্রোট প্রেসিডেন্টকে চুম্বন, ফাইনালে হিট মাকরঁ

আরও পড়ুন: থামল স্বপ্নের দৌড়, বিশ্বকাপে হেরেও মন জিতে ফিরল ক্রোয়েশিয়া

ফিফা কর্মকর্তাদের যদি বাদও দেওয়া যায়, অন্তত দুই রাষ্ট্রপ্রধানের জন্যও ছাতা জুটল না? আর যখন জুটলই না, তখন আয়োজক হয়ে পুতিনই বা কেন নির্লজ্জের মতো ছাতা মাথায় দাঁড়িয়ে থাকলেন? তিনি নিজেও তো ছাতা সরিয়ে সবার সঙ্গে ভিজতে পারতেন। টুইটার-ফেসবুকে ঘুরছে এই সব প্রশ্ন। অনেকে আবার ‘ক্ষমতার দম্ভ’ বলেও খোঁটা দিয়েছেন।

আরও পড়ুন: গোল্ডেন বুট থেকে গোল্ডেন বল, দেখে নিন বিশ্বকাপে সেরাদের তালিকা

আইএসের হুমকি ছিল। নিরাপত্তা নিয়ে সংশয় ছিল। কিন্তু সে সব উড়িয়ে যে ভাবে নির্বিঘ্নে বিশ্বকাপ শেষ হয়েছে, তার জন্য বিশ্ববাসীর প্রশংসা কুড়িয়েছে রুশ তথা পুতিন প্রশাসন। কিন্তু সব কিছুতে কার্যত জল ঢেলে দিয়েছে ‘ছাতাকাণ্ড’। যতই মাথায় ছাতা থাকুক, সেই জলে কি রুশ প্রেসিডেন্টও ভিজলেন না? প্রশ্ন সোশ্যাল মিডিয়ায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE