Advertisement
১৭ এপ্রিল ২০২৪

লন্ডনে ভারতীয়ের বাড়িতে হামলা

পুলিশের দাবি, ঘটনাটিকে ‘আরসন ক্রাইম’ বা ইচ্ছাকৃত ভাবে অগ্নিসংযোগের ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হুডি পরা চার-পাঁচ জন যুবক বাড়িটিতে আগুন লাগানোর চেষ্টা চালাচ্ছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮ ০৪:২২
Share: Save:

খাস লন্ডনে ফের জাতিবিদ্বেষী হামলার শিকার হল এক ভারতীয় বংশোদ্ভূত পরিবার। শনিবার রাতে আগুন লাগিয়ে দেওয়া হয় ময়ূর ওরফে ম্যাক কারলেকরের বাড়িতে। সে সময় স্ত্রী ঋতু এবং দুই সন্তানকে নিয়ে ওই বাড়িতেই ঘুমোচ্ছিলেন ম্যাক। আগুনের হলকা দেখে প্রতিবেশীরাই ঘুম থেকে তোলেন তাঁদের। খবর দেওয়া হয় দমকলে। পুলিশ সূত্রে খবর, একটুর জন্য প্রাণে বেঁচে গিয়েছে ওই পরিবার। ঘটনাটি দক্ষিণ-পশ্চিম লন্ডনের বোর্কউড পার্ক অঞ্চলের অর্পিংটনের।

পুলিশের দাবি, ঘটনাটিকে ‘আরসন ক্রাইম’ বা ইচ্ছাকৃত ভাবে অগ্নিসংযোগের ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হুডি পরা চার-পাঁচ জন যুবক বাড়িটিতে আগুন লাগানোর চেষ্টা চালাচ্ছে। তবে এখনও কাউকে গ্রেফতার করা যায়নি।

অন্য দিকে বুধবারই লন্ডনে একটি মসজিদের পাশের ফুটপাথে ভিড়ের মধ্যে গাড়ি তুলে দেওয়ায় আহত হয়েছেন তিন জন। গাড়িটির ভিতরে তিন জন পুরুষ এবং এক মহিলা ছিলেন। অভিযোগ, ঘটনাটি ঘটানোর সময় মুসলিম-বিরোধী স্লোগান দিচ্ছিলেন তাঁরা। ক্রিক্‌লউডের অক্সগেট লেনে আল-মজিলিস আল-হুসেনি প্রার্থনাসভার কাছে এই ঘটনার তদন্তে নেমেছে স্কটল্যান্ড ইয়ার্ড। এটিও জাতিবিদ্বেষী হামলা বলে ধারণা পুলিশের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE