Advertisement
২০ এপ্রিল ২০২৪
Richard H. Thaler

অর্থনীতিতে নোবেল মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড থ্যালর-কে

৭২ বছর বয়সী থ্যালর বর্তমানে ‘ইউনিভার্সিটি অব শিকাগো বুথ স্কুল অব বিজনেস’-এর ব্যবহারিক বিজ্ঞান ও অর্থনীতির অধ্যাপক।

রিচার্ড থ্যালর।— ফাইল ছবি।

রিচার্ড থ্যালর।— ফাইল ছবি।

সংবাদ সংস্থা
স্টকহোম শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৭ ১৭:৩৫
Share: Save:

অর্থনীতিতে নোবেল পেলেন মার্কিন অর্থনীতিবিদ রিচার্ড এইচ থ্যালর। সোমবার সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর সচিব গোরান হ্যানসেন জানান, অর্থনীতির মনস্তত্ত্বকে ব্যাখ্যা করার জন্য অধ্যাপক থ্যালর এই পুরস্কার জিতলেন। পুরস্কারের মূল্য ১.১ মিলিয়ন মার্কিন ডলার। ‘মানুষ কী করে খুব সরল ভাবে তার অনেকগুলি খরচের হিসেবের জন্য মনে মনে একাধিক অ্যাকাউন্টের হিসেব কষে’— এই গবেষণার জন্য নোবেলের স্বীকৃতি পেলেন থ্যালর। ৭২ বছর বয়সী থ্যালর বর্তমানে ‘ইউনিভার্সিটি অব শিকাগো বুথ স্কুল অব বিজনেস’-এর ব্যবহারিক বিজ্ঞান ও অর্থনীতির অধ্যাপক।

আরও পড়ুন: প্যাডকের লেখা চিরকুটেই মিলল হামলার ব্লু প্রিন্ট

ব্যবহারিক বিজ্ঞানের উপর ‘মিসবিহেভিং: দ্য মেকিং অফ বিহেভিয়ারাল ইকনমিকস’-এর রচয়িতা অধ্যাপক থ্যালর ‘কেইস ওয়েস্টার্ন রিজার্ভ ইউনিভার্সিটি’ থেকে স্নাতক হওয়ার পর ‘ইউনিভার্সিটি অফ রচেস্টার’ থেকে স্নাতকোত্তর এবং ডক্টরেট ডিগ্রি লাভ করেন। শিকাগো ইউনিভার্সিটিতে যোগদানের আগে তিনি জনসন গ্র্যাজুয়েট স্কুল অব ম্যানেজমেন্টেও শিক্ষকতা করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE