Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Westbrook

নদীতে ভাসমান ওটা কী? তোলপাড় নেট দুনিয়া

দূর থেকে দেখলে মনে হবে যেন নদীর বুকে চাঁদ ভেসে রয়েছে! ছবিটি ভাইরাল হওয়ার পরই বিশাল শোরগোল পড়ে যায়।

প্রিসামস্কট নদীতে ভাসমান গোলাকার সেই বরফের চাদর। ছবি সৌজন্য ফেসবুক।

প্রিসামস্কট নদীতে ভাসমান গোলাকার সেই বরফের চাদর। ছবি সৌজন্য ফেসবুক।

সংবাদ সংস্থা
ওয়েস্টব্রুক শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০১৯ ১০:২৫
Share: Save:

চাঁদ কি তা হলে পৃথিবীতে নেমে এল! সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ঘুরছে। যেখানে দেখা যাচ্ছে নদীতে ভাসছে বিশাল গোলাকৃতি সাদা রঙের একটি বস্তু। আমেরিকার ওয়েস্টব্রুকের মেইনে প্রিসামস্কট নদীতে এমনই দৃশ্য ধরা পড়েছে।

দূর থেকে দেখলে মনে হবে যেন নদীর বুকে চাঁদ ভেসে রয়েছে! ছবিটি ভাইরাল হওয়ার পরই বিশাল শোরগোল পড়ে যায়।

ওটা কী তা হলে?

স্থানীয় সূত্রের খবর, নদীতে ভাসমান বিশাল গোলাকৃতির ওই জিনিসটি আসলে বরফের চাদর। প্রচণ্ড ঠান্ডায় নদীর জল জমে গিয়েছিল। বিশেষ করে যেখানে গোলাকৃতি বরফের চাদরটা ভাসছে, সেখানে নদীর বাঁক থাকায় জলের ঘূর্ণির কারণে বরফ জলের স্রোতে কাটতে কাটতে সেটা গোলাকার ধারণ করে। বরফের চাদরটি পরিধিতে প্রায় ৩০০ ফুট। স্রোতের সঙ্গে সঙ্গে সেটি ঘুরছিল ঘড়ির কাঁটার বিপরীতে।

ভিডিয়ো সৌজন্য: অ্যাডাম ফার্নসওয়ার্থের ফেসবুক।

সোমবার সকালে স্থানীয়দের নজরে আসে বিষয়টি। বসত এলাকার মধ্যে দিয়েই বয়ে গিয়েছে প্রিসামস্কট নদীটি। স্থানীয়রা সেটার ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি ও ভিডিয়ো। কেউ কেউ আবার কমেন্টও করেন, নদীর বুকে যেন চাঁদ নেমে এসেছে!

(সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE