Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Natalia Vodianova

কোথায় গেল রাশিয়ান মডেলের পা? পোস্ট ঘিরে রহস্য!

ছবিটি দেখে মনে হচ্ছে, নাতালিয়া যেন হাওয়ায় ভাসছেন।

এই ছবিটি ঘিরেই তোলপাড় নেট দুনিয়া। ছবি নাতালিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

এই ছবিটি ঘিরেই তোলপাড় নেট দুনিয়া। ছবি নাতালিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮ ১৭:৫৫
Share: Save:

রাশিয়ার সুপার মডেল নাতালিয়া ভদিয়ানোভা সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবি এতটাই রহস্যময়, যে তা নিয়ে ধন্ধে পড়ে গেছেন তাঁর হাজার হাজার অনুগামী। সেই ছবিতে গোলাপি রঙের জাম্পার পরে রয়েছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে না তাঁর পা। ছবিটি দেখে মনে হচ্ছে, নাতালিয়া যেন হাওয়ায় ভাসছেন।

দিন কয়েক আগে ছবিটি পোস্ট করেছিলেন তিনি। ইতিমধ্যেই ছবিটি ভাইরাল। ৩৬ হাজারেরও বেশি লাইকের পাশাপাশি কমেন্টের বন্যা বয়ে গেছে সেই রহস্যময় ছবিতে।

কমেন্টে সকলের ঔত্সুক্য একটি বিষয় নিয়ে। তা হল নাতালিয়ার পা কোথায়?

See ya later alligator @kyris.eracleous @aliandreeamakeup @balmainhairsalon 🐊 ❤️💕🧖🏻‍♀️💇🏼‍♀️

A post shared by Natalia Vodianova (@natasupernova) on

অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টি বিভ্রমের ফলেই নাকি ছবিটিকে এরকম দেখাচ্ছে বলে কমেন্টে দাবি করেছেন একজন। তিনি তাঁর দাবির সপক্ষে কিছু যুক্তিও সাজিয়েছেন। নাতালিয়ার পোস্টে কমেন্ট করা জনৈক ব্যক্তি বলেছেন, ‘‘দুটি দরজায় আয়না থাকলে তা থেকে সৃষ্ট কোণের জন্য এ রকম এফেক্ট তৈরি হয়।’’ ছবি থেকে উদাহরণ দিয়ে তিনি বলেছেন, ‘‘দেখুন ছবিতে নাতালিয়ার কোমরের উপর রাখা হাতের মাত্র একটি আঙুল দেখা যাচ্ছে। কাঁধের একদিকের অংশ অতিরিক্ত চওড়া লাগছে। সেজন্যই আমরা নাতালিয়ার পা দেখতে পাচ্ছি না।’’

কেউ কেউ ছবিটি ফটোশপের কারুকার্য বলে অভিযোগ করলেও, অনেকেই সেই যুক্তি মানতে নারাজ।

‘মিরর’-এর রিপোর্ট অনুসারে কমেন্টে এক ব্যক্তি দাবি করেছেন, আয়নার কেরামতিতেই ছবিটি এ করম দেখাচ্ছে। ওই ব্যক্তির ব্যাখ্যা অনুযায়ী, নাতালিয়ার বাঁ পাটি চেয়ারের রঙের সঙ্গে মিশে গিয়েছে। আর ডান পা টি পাশাপাশি থাকা দুটি আয়নার সংযুক্তিস্থলে যে কোণের সৃষ্টি হয়েছে, তার জেরে বিকৃত হয়েছে। সেজন্যই নাকি নাতালিয়ার পা দুটি দেখা যাচ্ছে না।

তবে ঠিক কী কারণেই এমনটা হয়েছে, তাঁর আটোসাঁটো যুক্তি এখনও সামনে আসেনি। তাই এ ছবি নিয়ে চর্চা যে আরও কিছুদিন চলবে, তা নিশ্চিতভাবে বলা যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE