Advertisement
২০ এপ্রিল ২০২৪

আমেরিকার জালে রাশিয়ার সুন্দরী চর!

মারিয়াকে গ্রেফতারের কারণ কী? মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, মারিয়ার কাজকর্ম সন্দেহজনক। মার্কিন নাগরিকদের সঙ্গে মেলামেশার ধরন এবং এ দেশের নানা রাজনৈতিক গোষ্ঠীতে মারিয়ার ঢুকে পড়া থেকেই মনে করা হচ্ছে, রুশ সরকারের হয়ে চরবৃত্তি ও আমেরিকার রাজনীতিতে প্রভাব বিস্তারই তাঁর লক্ষ্য।

মারিয়া বুতিনা।

মারিয়া বুতিনা।

সংবাদ সংস্থা       
ওয়াশিংটন শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ০২:৫৬
Share: Save:

ক্রেমলিনের চর সন্দেহে ২৯ বছর বয়সি এক রুশ তরুণীকে গ্রেফতার করা হয়েছে রবিবার। লক্ষ্যণীয় ভাবে বিষয়টি সামনে আনা হল ঠিক তখন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হেলসিঙ্কিতে বৈঠক করছেন। ২০১৬ সালে আমেরিকার ভোটে রাশিয়ার নাক গলানোর অভিযোগ এক সুরে খারিজ করছেন পাশাপাশি দাঁড়িয়ে। রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্তে রবার্ট মুলার এ বার অনেক প্রশ্নের উত্তর পেতে পারেন মারিয়া বুতিনা নামে এই রুশ তরুণীর কাছ থেকে। বিষয়টি নিয়ে আদালতে শুনানি হবে আগামিকাল।

মারিয়াকে গ্রেফতারের কারণ কী? মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, মারিয়ার কাজকর্ম সন্দেহজনক। মার্কিন নাগরিকদের সঙ্গে মেলামেশার ধরন এবং এ দেশের নানা রাজনৈতিক গোষ্ঠীতে মারিয়ার ঢুকে পড়া থেকেই মনে করা হচ্ছে, রুশ সরকারের হয়ে চরবৃত্তি ও আমেরিকার রাজনীতিতে প্রভাব বিস্তারই তাঁর লক্ষ্য।

একটি মার্কিন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মারিয়া নাগরিকদের অস্ত্র রাখার অধিকার নিয়ে রুশ প্রচার সংগঠন ‘রাইট টু বিয়ার আর্মস’-এর প্রতিষ্ঠাতা। ফেসবুক পাতায় বন্দুক নিয়ে তাঁর অজস্র ছবি। দহরম-মহরম আমেরিকার বন্দুকপন্থী জাতীয় সংগঠনের লোকজনের সঙ্গেও। আমেরিকার ন্যাশনাল রাইফেল অ্যসোসিয়েশনের আয়োজিত অনুষ্ঠানেও হাজির ছিলেন তিনি। নিউ ইয়র্ক ও ওয়াশিংটনে মাঝেমধ্যেই নৈশভোজের আয়োজন করতেন মারিয়া। শীর্ষস্থানীয় মার্কিন রাজনীতিকদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়ে পিছনের দরজা দিয়ে দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণে প্রভাব খাটানো ও আমেরিকার রাজনীতিকে রাশিয়ার পছন্দ মতো পথে চালানোই যার লক্ষ্য বলে মনে করছে মার্কিন বিচার বিভাগ। বিবৃতিতে তারা বলেছে, রুশ কেন্দ্রীয় ব্যাঙ্কের এক জন বড় মাপের কর্তা ও দু’জন মার্কিন নাগরিকের সঙ্গে মিলে কাজ করছিলেন তিনি। মার্কিন রাজস্ব বিভাগের বিদেশের সম্পত্তি নিয়ন্ত্রণ দফতর সম্প্রতি ওই রুশ কর্তাটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। তাঁর নাম অবশ্য উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

রুশ কেন্দ্রীয় ব্যাঙ্কের উপপ্রধান আলেকজান্দার তরশিনের সঙ্গে মারিয়া বুতিনা। ছবি সৌজন্য: ফেসবুক

তবে সেই ব্যক্তিটি যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাঙ্কের উপপ্রধান আলেকজান্দার তরশিন, সেটি বেশ স্পষ্ট। ফেসবুক পাতায় তরশিনের সঙ্গে প্রচুর ছবি মারিয়ার। গত মার্চে ট্রাম্পের সঙ্গে দেখা করার কথা ছিল তরশিনের। সঙ্গে থাকার কথা ছিল মারিয়ারও। কিন্তু সে সময়েই সংগঠিত অপরাধ চক্র ও মাফিয়াদের সঙ্গে তরশিনের যোগাযোগের কথা সংবাদমাধ্যমে উঠে আসায় শেষ মুহূর্তে ট্রাম্পের সঙ্গে তাঁদের সাক্ষাৎ বাতিল করা হয়। এপ্রিলে পদক্ষেপ করা হয় তরশিনের বিরুদ্ধে। জুলাইয়ে জালে পড়লেন মারিয়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Maria Butina Russian US
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE