Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Christchurch

নিউজিল্যান্ডে বন্দুকবাজের হামলায় মৃতদের প্রতি যে ভাবে সম্মান দেখালেন সেই দেশের মানুষেরা

কী এই ‘হাকা’? জানা যাচ্ছে যে এটি মাওরি সম্প্রদায়ের একটি বিশেষ প্রকারের নৃত্যশৈলী। দল বেঁধে এই রীতির নাচে অংশগ্রহণ করে থাকেন শিল্পীরা। সাধারণত কেউ বিশেষ কিছু অর্জন করলে বা মৃত্যুর পর সৎকারের সময় এই শৈলীর নৃত্য অনুষ্ঠিত হয়।

শেষ শ্রদ্ধা দেখানো হল এভাবেই। ছবি: টুইটার

শেষ শ্রদ্ধা দেখানো হল এভাবেই। ছবি: টুইটার

সংবাদ সংস্থা
ক্রাইস্টচার্চ শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৯ ১৭:২৪
Share: Save:

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের মসজিদে জঙ্গি বন্দুকবাজের আক্রমণে মারা গিয়েছেন ৫০ জন মানুষ। হিংসা ও নৃশংসতার সেই মর্মান্তিক দৃশ্য স্তম্ভিত করে দিয়েছিল সারা বিশ্বকে। ওই ঘটনার পর থেকেই সেই দেশ জুড়ে শোকের আবহের মধ্যেই নানা ভাবে স্মরণ ও সম্মান জানানো হচ্ছে মৃতদের প্রতি। এইবার সামনে এল সেই দেশের বিভিন্ন প্রান্তে মানুষদের একটি বিশেষ ভঙ্গিমার মাধ্যমে মৃতদের স্মরণ করে সম্মান জানানোর ভিডিয়ো। এই বিশেষ ভঙ্গিমার স্থানীয় নাম ‘হাকা’।

কিন্তু কী এই ‘হাকা’? জানা যাচ্ছে যে এটি মাওরি সম্প্রদায়ের একটি বিশেষ প্রকারের নৃত্যশৈলী। দল বেঁধে এই রীতির নাচে অংশগ্রহণ করে থাকেন শিল্পীরা। সাধারণত কেউ বিশেষ কিছু অর্জন করলে বা মৃত্যুর পর সৎকারের সময় এই শৈলীর নৃত্য অনুষ্ঠিত হয়।

সম্প্রতি দেশের ক্রিশ্চান বয়েজ’ স্কুলের ছাত্রেরা থেকে শুরু করে বাইক চালানো যুবকদের দল— সকলেই এই ধরণের নাচে অংশগ্রহণ করেছেন। তাঁদের মতে এটা শুধু মুসলিম সম্প্রদায়ের উপর হামলা নয়, এই আক্রমণ পুরো মানবতার বিরুদ্ধেই।

আরও পড়ুন: ‘অনলাইনে হিংসা ছড়ানো বন্ধ না হলে বিজ্ঞাপন নয়’, প্রতিবাদ এবার বহুজাতিকদের

‘হাকা’ নাচে অংশগ্রহণ করতে দেখা গিয়েছে একদল কচিকাঁচাকেও। এই ভাবে প্রাণ হারানো মানুষদের সম্মান জানাতে ও তাঁদের স্বজনদের পাশে দাঁড়াতে পেরে তাঁরা গর্বিত বোধ করছেন বলে জানিয়েছেন ‘হাকা’ শিল্পীরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই প্রশংসায় ভেসে গিয়েছেন এই সকল ‘হাকা’ শিল্পীর দল। নৃশংসতার পরেও এভাবেই বারবার ফুটে উঠবে মানবতার ফুল, এমনও মন্তব্য করেছেন অনেকে।

আরও পড়ুন: মুম্বই হামলাকে ‘ন্যক্কারজনক’ বলে উল্লেখ করল চিন, সন্ত্রাসবিরোধী ভাবমূর্তি তুলে ধরতে তৎপরতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Christchurch New Zealand New Zealand Attack
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE