Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আমেরিকায় পার্কে বন্দুকবাজের হানা, গুলিবিদ্ধ অন্তত ১৬

প্যারিসে জঙ্গি হামলার দশ দিনের মাথায় গুলি চালানোর ঘটনা ঘটল খোদ আমেরিকায়। রবিবার ঘটনাটি ঘটে লুইসিয়ানা প্রদেশের নিউ অর্লিয়ান্সে। আহত হয়েছেন অন্তত ১৬ জন।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: টুইটার।

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৫ ১০:৩০
Share: Save:

প্যারিসে জঙ্গি হামলার দশ দিনের মাথায় গুলি চালানোর ঘটনা ঘটল খোদ আমেরিকায়। রবিবার ঘটনাটি ঘটে লুইসিয়ানা প্রদেশের নিউ অর্লিয়ান্সে। আহত হয়েছেন অন্তত ১৬ জন।

পুলিশ সূত্রে খবর, একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের কারণে স্থানীয় আপার নাইন্থ ওয়ার্ডের বানি ফ্রেন্ড পার্কে জড়ো হয়েছিলেন তিন শতাধিক মানুষ। কেউ মিউজিক ভিডিও অংশ নিয়েছিলেন। কেউ বা আবার কোণে দাঁড়িয়ে শুটিং দেখছিলেন। স্থানীয় সময় সন্ধ্যা সাতটা নাগাদ পার্কের মধ্যে থেকে গুলির আওয়াজ শোনা যায়। বন্দুকবাজের গুলিতে অন্তত ১৬ জন আহত হয়েছেন। ঘটনার পর কয়েক জনকে পড়ে থাকতেও দেখেন প্রত্যক্ষদর্শীরা। জখমদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েক জন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রুপালি রঙের মেশিন গান থেকে তাঁরা এক ব্যক্তিকে গুলি চালাতে দেখেন। দর্শকদের মধ্যে থেকে কেউ পাল্টা গুলি চালালে সেই ব্যক্তি পালিয়ে যায়। পুলিশের মুখপাত্র টাইলার গ্যাম্বলার জানিয়েছেন, বিরাট সংখ্যক লোক জড়ো হয়েছিল ওই পার্কে। ভিডিও শুট করার কোনও অনুমতিও ছিল না। ভিড় সামলাচ্ছিল পুলিশ। আচমকা সেই সময় গুলি চালনার ঘটনা ঘটে। দু’টি দলের মধ্যে বিবাদ থেকেই গুলি বর্ষণের ঘটনা ঘটে বলে সন্দেহ পুলিশের। ঘটনাস্থলে পৌঁছেছেন মেয়র মিচ ল্যান্ড্রিউ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

new orleans injury shooting usa
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE