Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় দিশারী, রাষ্ট্রপুঞ্জে সম্মানিত হাসিনা

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় তাঁর যোগ্য নেতৃত্বের জন্য স্বীকৃতি পেলেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করতে চলেছে রাষ্ট্রপুঞ্জ পরিবেশ কর্মসূচি‌— ইউএনইপি। পিছিয়ে পড়া দেশ হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় হাসিনারা যে পথ দেখিয়েছেন, তা গোটা বিশ্বের অনুসরণ করা উচিত। এমনটাই মন্তব্য করেছে রাষ্ট্রপুঞ্জ।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৫৬
Share: Save:

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় তাঁর যোগ্য নেতৃত্বের জন্য স্বীকৃতি পেলেন শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পুরস্কৃত করতে চলেছে রাষ্ট্রপুঞ্জ পরিবেশ কর্মসূচি‌— ইউএনইপি। পিছিয়ে পড়া দেশ হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় হাসিনারা যে পথ দেখিয়েছেন, তা গোটা বিশ্বের অনুসরণ করা উচিত। এমনটাই মন্তব্য করেছে রাষ্ট্রপুঞ্জ।

প্রতিবেশী দেশে স্বাভাবিক ভাবেই এখন খুশির হাওয়া। বাংলাদেশের কোনও প্রধানমন্ত্রীর এত বড় আন্তর্জাতিক মঞ্চে এই প্রথম স্বীকৃতি পেলেন। ইউএনইপি’র ঘোষণাপত্রে বলা হয়েছে, ‘পৃথিবীর সবচেয়ে পিছিয়ে পড়া দেশগুলির মধ্যে অন্যতম যে বাংলাদেশ, সেখানকার প্রধানমন্ত্রী হয়েও শেখ হাসিনা প্রমাণ করেছেন জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় উপযুক্ত পদক্ষেপ গ্রহণ সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সম্পর্কিত।’ আগামী ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে এক বিশেষ অনুষ্ঠানে হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE