Advertisement
২০ এপ্রিল ২০২৪

কেরলে ধৃত শ্রীলঙ্কার চক্রীর এক সমর্থক

এনআইএ বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রিয়াসকে গ্রেফতার করা হয়েছে।

প্রতীকী চিত্র।

প্রতীকী চিত্র।

সংবাদ সংস্থা
কোচি শেষ আপডেট: ০১ মে ২০১৯ ০৫:৫৯
Share: Save:

শ্রীলঙ্কায় ইস্টার বিস্ফোরণের চক্রী জ়াহরান হাশিমের এক সমর্থক ধরা পড়ল কেরল থেকে।

দু’দিন আগে কেরলের কাসারাগোড এবং পলাক্কাড় জেলায় তিন বাসিন্দার বাড়িতে হানা দিয়েছিল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। সোমবার তাদের মধ্যে থেকে রিয়াস আবুবকর নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এনআইএ জানতে পেরেছে, কেরলে আত্মঘাতী হামলার ছক কষছিল সে। শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণের অন্যতম মাথা জ়াহরান হাশিমের বক্তৃতা, ভিডিয়ো নিয়মিত দেখত ২৯ বছরের রিয়াস। জ়াকির নায়েকের বক্তৃতাও শুনত সে। গত রবিবার থেকে রিয়াসকে জেরা করছে এনআইএ। আইএস-এর কাসারাগোড মডিউল-এর একটি মামলা সম্পর্কে খোঁজ নিতে গিয়ে শ্রীলঙ্কা বিস্ফোরণের যোগসূত্রও সামনে এসেছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

এনআইএ বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রিয়াসকে গ্রেফতার করা হয়েছে। এনআইএর দাবি, পলাতক সন্দেহভাজন আব্দুল রশিদ আবদুল্লার সঙ্গে অনলাইনে যোগাযোগ ছিল রিয়াসের। ভারতে জঙ্গি হামলা চালানোর বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় আব্দুলের অনেকগুলো ক্লিপ রিয়াস নিজেও ছড়িয়ে দিয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sri Lanka Sri Lanka Blasts Kerala
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE