Advertisement
১৬ এপ্রিল ২০২৪
Sri Lanka

শ্রীলঙ্কায় অনাস্থা প্রস্তাবে পরাজয় রাজাপক্ষের, রনিলকেই স্বীকৃতি পার্লামেন্টের

নির্বাচিত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘেকে বরখাস্ত করে নিজের পছন্দের মাহিন্দা রাজাপক্ষেকে প্রধানমন্ত্রী পদে বসানোর পর থেকেই শ্রীলঙ্কায় শুরু হয়েছিল রাজনৈতিক সঙ্কট

মাহিন্দা রাজাপাক্ষে। ফাইল চিত্র।

মাহিন্দা রাজাপাক্ষে। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
কলম্বো শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৮ ১৪:০৬
Share: Save:

অনাস্থা প্রস্তাবে পরাজিত হলেন শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপক্ষে। দ্বীপরাষ্ট্রের আইনসভা কার্যত নির্বাচিত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘেকেই স্বীকৃতি দিল। বুধবার সে দেশের পার্লামেন্টে ভোটাভুটিতে এই সিদ্ধান্ত হয়।

নির্বাচিত প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘেকে বরখাস্ত করে নিজের পছন্দের মাহিন্দা রাজাপক্ষেকে প্রধানমন্ত্রী পদে বসানোর পর থেকেই শ্রীলঙ্কায় শুরু হয়েছিল রাজনৈতিক সঙ্কট। শ্রীলঙ্কায় পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা। কিন্তু এ বার রাজাপক্ষের বিরুদ্ধেই শ্রীলঙ্কার সংসদে আনা হল অনাস্থা প্রস্তাব।

রাজাপক্ষেকে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে বলা হয়েছিল। প্রেসিডেন্ট তাঁকে সমর্থন জানানোর পরেও। কিন্তু সেখানেই পিছিয়ে গেলেন তিনি। অধ্যক্ষ কারু জয়সূর্য সমর্থন করেছিলেন রনিল বিক্রমসিংঘেকে। ২২৫ জনের সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের। এই মর্মে সুপ্রিম কোর্টের তরফেও একটি নির্দেশ জারি করা হয়েছিল।

আরও পড়ুন: হাতে মোবাইল, কথা শিখছে না শিশু​

পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন সঙ্গে থাকায় প্রধানমন্ত্রী পদ ছাড়তে নারাজ ছিলেন বিক্রমসিংঘে। প্রধানমন্ত্রীর জন্য নির্দিষ্ট বাসস্থান থেকেই তাঁকে বের করতে পারেননি প্রেসিডেন্ট মৈত্রীপালা। তবে বিক্রমসিংঘেই যে প্রধানমন্ত্রী হচ্ছেন এমনটাও নয়।

মৈত্রীপালা সিরিসেনা, রনিল বিক্রমসিংঘে। ফাইল চিত্র।

রাজাপক্ষে মাত্র ৭২টি আসন পেয়ে তাঁর বিধায়ক পুত্র নামালের সঙ্গে কক্ষ ছেড়ে বেরিয়ে যান। শুরু হয় বিতণ্ডা।তার আগেই যদিও অধ্যক্ষ নির্বাচনের কথা বলেছিলেন। অধ্যক্ষ অন্যায়ভাবে ভোটাভুটি করেছেন বলে রাজাপক্ষের তরফের মন্ত্রীরা কক্ষ ছেড়ে বেরিয়ে যান।

আরও পড়ুন: সঙ্গী কংগ্রেস, বাম জোট ভেঙে সিপিএমের বিরুদ্ধে লড়তে পারে সিপিআই!

পার্লামেন্ট না ভেঙে ভোটাভুটির মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করতে শ্রীলঙ্কাকে চাপ দিয়েছিল রাষ্ট্রপুঞ্জ, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। চিনের মদতেই এতটা বেপরোয়া হয়ে উঠেছেন মৈত্রীপালা, এমনটাই ধারণা তাঁদের। কারণ, নবনিযুক্ত রাজাপক্ষে সরকারকে পৃথিবীর অন্য কোনও দেশ স্বীকৃতি না দিলেও আগ বাড়িয়ে তাঁকে অভিনন্দন জানিয়েছিল বেজিং।

আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক চুক্তি, আন্তর্জাতিক বিরোধ, আন্তর্জাতিক সংঘর্ষ- সব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর জানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE