Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Pakistan

নির্বাচনের দিনও কেঁপে উঠল পাকিস্তান, কোয়েটায় আত্মঘাতী হামলায় হত ৩১

পুলিশসূত্রে জানা গিয়েছে, কোয়েটার একটি ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করছিল ওই জঙ্গি। তাকে বাধা দেওয়ার সময়ই পুলিশ ভ্যানের কাছে এসে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় সে।

কোয়েটায় বিস্ফোরণের পর। ছবি- রয়টার্স

কোয়েটায় বিস্ফোরণের পর। ছবি- রয়টার্স

সংবাদ সংস্থা
কোয়েটা শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৮ ১২:৫৯
Share: Save:

নির্বাচনের দিনই পাকিস্তানের কোয়েটায় জঙ্গি হামলায় নিহত অন্তত ৩১ জন। মৃতদের মধ্যে তিনজন পুলিশকর্মী ও দুই শিশু বলে জানা গিয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন আরও ৩০ জন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোয়েটার একটি ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করছিল ওই জঙ্গি। তাকে বাধা দেওয়ার সময়ই পুলিশ ভ্যানের কাছে এসে নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দেয় সে। যদিও একটি গ্রেনেড সে ফাটাতে পারেনি। বম্ব ডিসপোজাল স্কোয়াড এসে সেটিকে নিষ্ক্রিয় করে দেয়। নয়ত ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তো বলে জানিয়েছে কোয়েটা পুলিশ।

আহতদের নিয়ে যাওয়া হয়েছে সান্দেমান প্রাদেশিক হাসপাতালে। সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

বুধবার পাকিস্তানে শুরু হয়েছে এগারোতম সাধারণ নির্বাচন। নির্বাচন চলাকালীন পশ্চিম পাকিস্তানের এই এলাকায় হামলা হতে পারে, সেই আশঙ্কা পাক পুলিশের আগে থেকেই ছিল। বালোচ জঙ্গিদের পাশাপাশি আফগান উপজাতিরাও যে কোনও সময় ঢুকে সন্ত্রাস চালাতে পারে সেই আশঙ্কায় বন্ধ রাখা হয়েছিল পাকিস্তান- আফগানিস্তান সীমান্ত। যদিও তাতে শেষরক্ষা হল না।

আরও পড়ুন: ইমরানের পাশে পাক সেনা, চিন্তা গণতন্ত্র নিয়েই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Pakistan Quetta Suicide blast General Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE