Advertisement
১৯ এপ্রিল ২০২৪
barack obama

যুবতীর বিয়েতে উপহার, শুভেচ্ছা-চিঠি ওবামা দম্পতির!

শুভেচ্ছাবার্তায় ওবামা লিখেছেন, “বিয়ের জন্য তোমায় অভিনন্দন জানাই। আমরা আশা করি যে তোমার বিয়ে ভালবাসা, হাসিঠাট্টা এবং সুখসমৃদ্ধিতে ভরে উঠুক। তোমাদের সম্পর্ক আরও গভীর হোক।”

ওবামা দম্পতির শুভেচ্ছাবার্তা এখন রীতিমতো ভাইরাল টুইটারে।

ওবামা দম্পতির শুভেচ্ছাবার্তা এখন রীতিমতো ভাইরাল টুইটারে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ১৬:২৯
Share: Save:

বিয়েতে এমন একটা উপহার পাবেন তা স্বপ্নেও কল্পনা করেননি। কিন্তু উপহার হাতে পেয়ে আবেগে ভেসে সে ছবি যখন পোস্ট করলেন যুবতী তখন টুইট-রিটুইটের জোয়ারে ভাসল তাঁর টুইটার অ্যাকাউন্টও। এক কথায়, যুবতীর বিয়ের ‘উপহার’-এর সেই ছবি এখন রীতিমতো ভাইরাল টুইটারে।

টেক্সাসের বাসিন্দা ব্রুক অ্যালেন টুইট করে জানান, মার্চে তাঁর মা তাঁর বিয়েতে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর স্ত্রী মিশেল ওবামাকে চিঠি পাঠিয়ে আমন্ত্রণ জানান। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তার উত্তরে অ্যালেনকে শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠান, যা ১ অগস্ট হাতে পান তিনি। আর হাতে পাওয়া মাত্রই আবেগে, আনন্দে আত্মহারা হয়ে যান এই মার্কিন যুবতী। প্রায় সঙ্গে সঙ্গেই টুইট করেন বারাক ওবামার শুভেচ্ছাবার্তা সম্বলিত চিঠিটি।

শুভেচ্ছাবার্তায় ওবামা লিখেছেন, “বিয়ের জন্য তোমায় অভিনন্দন জানাই। আমরা আশা করি যে তোমার বিয়ে ভালবাসা, হাসিঠাট্টা এবং সুখসমৃদ্ধিতে ভরে উঠুক। তোমাদের সম্পর্ক আরও গভীর হোক।”

আরও পড়ুন:
মেধা-ভিত্তিক ভিসা নীতি চাইছেন ট্রাম্প

অ্যামাজনে চাকরির আশায় উপচে পড়া ভিড় আমেরিকায়

ব্রুক অ্যালেনের এই টুইটে এখনও পর্যন্ত ২ লক্ষ ১৫ হাজারেরও বেশি লাইক জমা হয়েছে। সংখ্যাটা এখনও বেড়ে চলেছে।

তবে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের থেকে দেশের সাধারণ কোনও নাগরিকের শুভেচ্ছাবার্তা পাওয়ার ঘটনা এই প্রথম বার নয়। এর আগে তিনি মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীনও এমন হয়েছে। অক্টোবরে এক মহিলা কন্যাসন্তান হওয়ার খুশিতে ওবামাকে চিঠি লেখেন। সে বারও শিশুকন্যাকে আশীর্বাদ এবং তার মা’কে শুভেচ্ছা জানিয়ে উত্তর দিয়েছিলেন ওবামা দম্পতি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE