Advertisement
১৯ এপ্রিল ২০২৪
GIF image

এই ছবিটির ভিউ প্রায় ৪৪ লক্ষ! কেন জানেন?

ছবিটি একটি সমুদ্রতটের। তবে অনেক উঁচু থেকে তোলা। এটি একটি জিফ ছবি (অনেকটা কয়েক সেকেন্ডের ছোট ভিডিও ক্লিপের মতো) হওয়ায় ছবিটির দিকে তাকিয়ে থাকলে মনে হবে, আপনি ক্রমশ নীচের দিকে নামছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১১:১৫
Share: Save:

মাত্র ৪ দিন আগে এই জিফ ছবিটি ইমগুর-এ (অনলাইন ইমেজ শেয়ারিং কমিউনিটি) পোস্ট করা হয়েছিল। আর এরই মধ্যে প্রায় ৪৪ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে এই জিফ ইমেজ। সংখ্যাটি এখনও বেড়েই চলেছে।

ভাবছেন কী এমন আছে ওই ছবিতে!

ছবিটি একটি সমুদ্রতটের। তবে অনেক উঁচু থেকে তোলা। এটি একটি জিফ ছবি (অনেকটা কয়েক সেকেন্ডের ছোট ভিডিও ক্লিপের মতো) হওয়ায় ছবিটির দিকে তাকিয়ে থাকলে মনে হবে, আপনি ক্রমশ নীচের দিকে নামছেন। আর সমুদ্রতটও ক্রমশ আরও কাছে এসে পড়ছে।

জিফ ছবির ক্ষেত্রে কোথাও একটা এসে থমকে গিয়ে ফের শুরু থেকে চালু হয় ছবির চলা। এক কথায় ছবির মুহূর্তগুলির পুনরাবৃত্তি সহজেই চোখে পড়ে। কিন্তু এই ছবিটির ক্ষেত্রে মজার বিষয় হল, এর মুহূর্তগুলির পুনরাবৃত্তি বা রিপিটেশন একেবারেই বোঝা যাচ্ছে না। ফলে ছবিটির দিকে তাকিয়ে থাকলে মনে হতে পারে, আপনি ক্রমশ নীচের দিকে নামছেন আর সমুদ্রও আরও কাছাকাছি এসে পড়ছে। কিন্তু এই অবতরণের কোনও শেষ নেই। তাই ঘণ্টার পর ঘণ্টা এই ছবিটির দিকে তাকিয়ে থাকলেও একই রকম মনে হবে।

ভাইরাল এই ছবিটি নিজেও একবার দেখতে পারেন। দেখুন এ ছবির রিপিটেশন কোথায় তা ধরতে পারেন কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GIF image Viral Picture Imgur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE