Advertisement
১৯ এপ্রিল ২০২৪

মোদীর জন্য ঘটকালি করতে চেয়েছিলেন ট্রাম্প!

ওই রিপোর্টে বিভিন্ন সময় ট্রাম্প মুখ ফস্কে কী কী বলেছেন, তার একটা লম্বা তালিকা আছে। মোদীর জন্য মেয়ে দেখার প্রসঙ্গও সেখানেই এসেছে। গত বছর মোদীর মার্কিন সফরের ঠিক আগেই ঘটনাটা ঘটেছিল বলে রিপোর্টে প্রকাশ। 

ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স।

ওয়াশিংটন
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ০২:৩৪
Share: Save:

মোদীর কথা বলার ভঙ্গি নকল করেছিলেন ক’দিন আগেই। এ বার মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত একটি রিপোর্ট বলছে, ভারতের প্রধানমন্ত্রীর জন্য ঘটকালি করার কথাও এক বার বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প!

ওই রিপোর্টে বিভিন্ন সময় ট্রাম্প মুখ ফস্কে কী কী বলেছেন, তার একটা লম্বা তালিকা আছে। মোদীর জন্য মেয়ে দেখার প্রসঙ্গও সেখানেই এসেছে। গত বছর মোদীর মার্কিন সফরের ঠিক আগেই ঘটনাটা ঘটেছিল বলে রিপোর্টে প্রকাশ।

কী রকম? হোয়াইট হাউসে আসার কথা ছিল মোদীর। সাধারণ ভাবে রাষ্ট্রনায়করা সস্ত্রীকই আসেন। হোয়াইট হাউসের কর্মীরা ট্রাম্পকে বলছিলেন, এ ক্ষেত্রে সেটা হবে না। কারণ মোদীর সঙ্গে তাঁর স্ত্রীর দীর্ঘদিন কোনও যোগাযোগ নেই। রিপোর্ট বলছে, কথাবার্তার সময়ে উপস্থিত দুই আধিকারিকই জানিয়েছেন, ট্রাম্প সে কথা শোনামাত্র বলে ওঠেন, ‘‘তাই নাকি! দেখি তা হলে, এখানে ওঁর জন্য কাউকে পাই কি না!’’ হোয়াইট হাউসের মুখপাত্র সারা হুকাবি পরে অবশ্য সংবাদমাধ্যমকে বলেছেন, ‘‘রাষ্ট্রনেতাদের অনেকের সঙ্গেই ট্রাম্প ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। সেই সুবাদে তাঁদের মধ্যে খোলামেলা কথাবার্তাই হয়!’’

ট্রাম্পের ভূগোল-জ্ঞান সম্পর্কেও নানা টুকরো আখ্যান প্রকাশিত হয়েছে রিপোর্টে। মোদীর সফরের আগেই সে বার ট্রাম্প দক্ষিণ এশিয়ার মানচিত্রটা ভাল করে দেখছিলেন। রিপোর্ট অনুযায়ী, তিনি ভুটানকে বলছিলেন ‘বাটন’, নেপালকে ‘নিপ্‌ল’! ওই নাম প্রকাশে অনিচ্ছুক আধিকারিকরা জানিয়েছেন সংবাদমাধ্যমে, ট্রাম্পের ধারণা ছিল, নেপাল-ভুটানও ভারতেরই অংশ!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

donald trump PM Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE