Advertisement
১৭ এপ্রিল ২০২৪
International News

পিছু হঠলেন ট্রাম্প, শরণার্থী শিশুরা ফিরবে মা, বাবার কাছে

ফলে, যাঁর কলমের খোঁচায় হাজার হাজার অনুপ্রবেশকারীর পরিবার ভেঙে গিয়েছে, সেই প্রেসিডেন্ট ট্রাম্প ভাঙা পরিবার জোড়া লাগানোর দায়িত্বটা নিজের কাঁধে রাখলেন না!

এই শরণার্থী শিশুর মুখই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে।রয়টার্সের ফাইল ছবি।

এই শরণার্থী শিশুর মুখই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছিল প্রেসিডেন্ট ট্রাম্পকে।রয়টার্সের ফাইল ছবি।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ২২ জুন ২০১৮ ১৩:২৮
Share: Save:

মার্কিন প্রেসিডেন্টের কলমের খোঁচায় হাজার হাজার শিশু তাদের শরণার্থী মা, বাবার থেকে হঠাৎই আলাদা হয়ে গিয়েছিল টেক্সাস সীমান্তে। তাদের কার্যত বন্দি করে রাখা হয়েছিল কয়েকটি শিবিরে। তুমুল নিন্দা, সমালোচনার মুখে শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্প সেই শিশুদের তাদের মা, বাবার কাছে ফেরানোর নির্দেশ দিলেন। আর সেই দায়িত্বটা দিলেন ফেডেরাল এজেন্সিগুলিকে।

তবে, স্পষ্ট হল না, কত দিনের মধ্যে টেক্সাস সীমান্তে ওই স্বজনবিচ্ছিন্ন শিশুদের ফিরিয়ে দেওয়া হবে তাদের মা, বাবাদের কাছে। আর যেহেতু অনুপ্রবেশের দায়ে তাদের মা, বাবাদের গ্রেফতার করেছে ট্রাম্প প্রশাসন, তাই কী ভাবে ওই শিশুদের তাদের পরিবারে ফিরিয়ে দেওয়া হবে, হোয়াইট হাউসের তরফে তাও খোলসা করা হয়নি।

‘টাইম’ ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদ।

দেশজোড়া সমালোচনার শরিক হয়েছে বিখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘টাইম’-এর সাম্প্রতিক সংখ্যার প্রচ্ছদও। যেখানে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে দাঁড়িয়ে সীমান্তে একটি পরিবারবিচ্ছিন্ন শিশু তাকে তার মা, বাবার কাছে ফিরিয়ে দেওয়ার আর্জি জানাচ্ছে। শিরোনামে লেখা রয়েছে, ‘ওয়েলকাম টু আমেরিকা’।

আরও পড়ুন- সীমান্ত-শিবিরে হঠাৎ হাজির মেলানিয়া ট্রাম্প​

আরও পড়ুন- ‘ভণ্ড’ প্রতিষ্ঠানে নেই আমেরিকা​

টেক্সাসের সেই শিবিরগুলি, যেখানে রাখা রয়েছে শরণার্থী শিশুদের।- এএফপির ফাইল চিত্র।

টেক্সাস সীমান্তে যে শিবিরগুলিতে কার্যত বন্দি করে রাখা হয়েছে শরণার্থীদের সন্তানদের, সমালোচনার মুখ বন্ধ করতে বৃহস্পতিবারই সেই শিবিরগুলি পরিদর্শনে যান ট্রাম্প-পত্নী মেলানিয়া।

কিন্তু সেখানেও বিতর্কের সূত্রপাত হয় মেলানিয়ার পরা সবুজ রংয়ের একটি জ্যাকেট নিয়ে। ওই জ্যাকেটের পিছনে লেখা ছিল, ‘‘আই রিয়েলি ডোন্ট কেয়ার। ডু ইউ? (আমি আদৌ পাত্তা দিই না। তুমিও পাত্তা দাও কি?)’’

টেক্সাসে অনুপ্রবেশকারী শিশুদের শিবির পরিদর্শনে মেলানিয়া ট্রাম্প। বৃহস্পতিবার।

প্রশ্ন ওঠে, তাঁর জ্যাকেটের পিছনে ওই লেখার মাধ্যমে কি পরিবারের থেকে শিশুদের আলাদা করার বিতর্কিত ঘটনা নিয়ে কোনও বার্তা দিতে চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট-পত্নী?

বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়া তোলপাড় হতেই টুইট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেই টুইটে ট্রাম্প লেখেন, ‘‘ভুয়ো সংবাদমাধ্যমের (ফেক নিউজ মিডিয়া) উদ্দেশেই ওই বার্তা দেওয়া হয়েছে। মেলানিয়া এত দিনে ভাল ভাবেই জেনে গিয়েছেন, ওই সংবাদমাধ্যমগুলি কতটা অসৎ। তাই উনি সত্যি সত্যিই ও সবে আর পাত্তা দেন না।’’

মেলানিয়া অবশ্য কিছু পরে তাঁর সবুজ রংয়ের ওই জ্যাকেটটি বদলে নেন। পরে একটি হলুদ রংয়ের জ্যাকেট পরে মেলানিয়া শিশুদের শিবিরগুলি ঘুরে দেখেন। সেই শিবিরগুলিতে শিশুদের জন্য যে ক্লাস রুমগুলি রয়েছে, সেখানেও যান ট্রাম্প-পত্নী। যাওয়ার সময় শিশুদের বলে যান, ‘‘তোমরা সবাই ভাল ভাবে থেকো কিন্তু। মিলেমিশে থেকো।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE