Advertisement
২০ এপ্রিল ২০২৪

তিন দিনের সফরে লন্ডন এড়িয়েই যাবেন ট্রাম্প

ট্রাম্পদের সফরের বেশিটাই কাটবে স্কটল্যান্ডে, ‘ব্যক্তিগত কাজে’। স্কটল্যান্ডে ট্রাম্পদের সফরসূচি এখনও প্রকাশ করা হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট। ছবি- এ এফ পি।

মার্কিন প্রেসিডেন্ট। ছবি- এ এফ পি।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৮ ০২:০০
Share: Save:

আগামী সপ্তাহে ব্রিটেন সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই সফরে তিনি লন্ডনে বিশেষ সময় কাটাবেন না বলে ১০, ডাউনিং স্ট্রিট সূত্রের খবর। ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার ব্রিটেন পৌঁছবেন সস্ত্রীক ট্রাম্প। প্রথম দিন অক্সফোর্ডশায়ারের ব্লেনহাইম প্রাসাদে মার্কিন অতিথিদের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন করা হয়েছে। রাতে লন্ডনে ফিরবেন ট্রাম্প। কিন্তু রাতটুকু কাটিয়েই চলে যাবেন বাকিংহামশায়ার। সেখানেই প্রধানমন্ত্রী টেরেসা মে-র সঙ্গে ট্রাম্পের বৈঠক। শুক্রবার বিকেলে লন্ডন থেকে ১৬৪ কিলোমিটার দূরের উইন্ডসর প্রাসাদে রানি দ্বিতীয় এলিজ়াবেথের সঙ্গে দেখা করবেন ট্রাম্প দম্পতি।

ট্রাম্পদের সফরের বেশিটাই কাটবে স্কটল্যান্ডে, ‘ব্যক্তিগত কাজে’। স্কটল্যান্ডে ট্রাম্পদের সফরসূচি এখনও প্রকাশ করা হয়নি। তবে জানা গিয়েছে, গল্ফ খেলেই সময় কাটাবেন তাঁরা। ট্রাম্পদের সঙ্গে থাকতে পারেন টেরেসার স্বামী ফিলিপ মে।

ট্রাম্প থাকার সময়ে তাঁকে ব্যঙ্গ করে বেলুন উড়বে ওয়েস্টমিনস্টারের আকাশে। জোরদার প্রতিবাদের আশঙ্কাতেই কি লন্ডন এড়িয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প? ব্রিটেনে মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন বলেন, ‘‘না, প্রেসিডেন্ট কিছু এড়িয়ে যাচ্ছেন না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump UK visit London
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE