Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Tech

হ্যাক হল টুইটার সিইও জ্যাক ডরসির টুইটার অ্যাকাউন্ট!

হ্যাকের কবল থেকে মুক্তি পেলেন না খোদ টুইটার সিইও জ্যাক ডরসি।

হ্যাকারদের কবলে টুইটার সিইও জ্যাক ডরসি। ছবি- টুইটার

হ্যাকারদের কবলে টুইটার সিইও জ্যাক ডরসি। ছবি- টুইটার

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৯ ১৪:১৩
Share: Save:

হ্যাকের কবল থেকে মুক্তি পেলেন না খোদ টুইটার সিইও জ্যাক ডরসি। প্রায় ২০ মিনিট তাঁর টুইটার অ্যাকাউন্টটি হ্যাকারদের দখলে ছিল।

শুক্রবার জ্যাকের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করার পর, সেখান থেকে বর্ণবৈষম্যমূলক ও আপত্তিজনক কথাবার্তা পোস্ট করা হয়। ফলে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি। তবে কে বা কারা ওই অ্যাকাউন্ট হ্যাক করেছিল তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে যারা ওই অ্যাকাউন্ট হ্যাক করে, তারা নিজেদের চাকল স্কোয়াড বলে পরিচয় দিয়েছে। এই গ্রুপটি কিছুদিন ধরেই কিছু বিখ্যাত সেলিব্রিটি এবং ইউটিউবারদের অ্যাকাউন্ট হ্যাক করার প্ল্যান করেছে। তবে, জ্যাকই তাদের প্রথম শিকার বলেই মনে করছেন তদন্তকারীরা।

জ্যাকের অ্যাকাউন্ট থেকে করা টুইটগুলি ইতিমধ্যেই ডিলিট করে দেওয়া হয়েছে। কিন্তু তার আগেই তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। মনে করা হচ্ছে টুইটার সিইওর দুর্বল পাসওয়ার্ডের কারণে তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করা সহজ হয়েছে। জ্যাকের অ্যাকাউন্ট হ্যাক নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: জনসভায় মোদীর সমালোচনা করার সময় ইলেকট্রিক শক খেলেন পাক মন্ত্রী! দেখুন ভিডিয়ো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tech Twitter hacker
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE