Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কুয়েতে বিস্ফোরণে নিহত দুই ভারতীয়ও

গত শুক্রবার কুয়েত সিটির শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের তালিকায় রয়েছে দুই ভারতীয়ের নামও। কুয়েতে ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। নিহতদের নাম রিজওয়ান হুসেন (৩১) এব‌ং ইবনে আব্বাস (২৫)।

সংবাদ সংস্থা
কুয়েত সিটি শেষ আপডেট: ২৯ জুন ২০১৫ ০২:১১
Share: Save:

গত শুক্রবার কুয়েত সিটির শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় নিহতের তালিকায় রয়েছে দুই ভারতীয়ের নামও। কুয়েতে ভারতীয় দূতাবাসের তরফে একটি বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। নিহতদের নাম রিজওয়ান হুসেন (৩১) এব‌ং ইবনে আব্বাস (২৫)। বিস্ফোরণের সময় ওই মসজিদেই প্রার্থনা করছিলেন দু’জন। ওই দু’জনই আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। রোজগারের তাগিদে কুয়েতে এসেছিলেন। রিজওয়ান আর ইবনে ছাড়াও ওই বিস্ফোরণে আহত হয়েছেন আরও কয়েক জন ভারতীয়। তাঁদের মধ্যে কেউ কেউ প্রাথমিক চিকিৎসার পরে ছাড়া পেলেও এখনও অনেকেই হাসপাতালে ভর্তি। আজ আহত ভারতীয়দের সঙ্গে হাসপাতালে দেখা করতে যান কুয়েতে ভারতের রাষ্ট্রদূত সুনীল জৈন। তিনি জানিয়েছেন, নিহত দুই ভারতীয়ের পরিবারের ইচ্ছে অনুযায়ী, ইরাকের নজাফ শহরে ওই দু’জনকে সমাহিত করা হবে।

শুক্রবারের বিস্ফোরণের ঘটনায় আরও দু’জনকে আটক করেছে কুয়েত পুলিশ। প্রকাশ করা হয়েছে নিহত জঙ্গির নাম আর পরিচয়ও। বিস্ফোরণের দিনই গোটা ঘটনার দায় স্বীকার করেছিল ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএসের সৌদি শাখা সংগঠন। পুলিশ জানিয়েছে, নিহত ওই জঙ্গির নাম আবদুল-মুহসিন আল-কাবা। সে আদতে সৌদি আরবের বাসিন্দা। যে চালক আবদুলকে ঘটনার দিন আবদুলকে মসজিদে পৌঁছে দিয়েছিল, আটক করা হয়েছে তাকে। পুলিশ জানিয়েছে, ঘটনার দিন সকালেই বিমানে করে কুয়েত সিটিতে পৌঁছেছিল ওই যুবক। তাকে সহজে যাতে ধরা না যায় সে জন্য ছক কষেই ঘটনার দিন সকালে শহরে এসেছিল সে। এ বিষয়ে বেশ কিছু প্রমাণও হাতে পেয়েছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE