Advertisement
২৩ এপ্রিল ২০২৪
International News

ব্রিটেনে পড়তে আর সহজে ভিসা পাবেন না ভারতীয়রা

তাঁদের লন্ডন যাওয়ার ইচ্ছায় এ বার বাদ সাধতে চলেছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রক।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ১৬ জুন ২০১৮ ১৯:৩০
Share: Save:

পড়ার জন্য চাইলেই আর সহজে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলিতে যেতে পারবেন না ভারতীয় ছাত্রছাত্রীরা।

তাঁদের লন্ডন যাওয়ার ইচ্ছায় এ বার বাদ সাধতে চলেছে ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রক।

ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে যাওয়ার জন্য এত দিন ভারতীয় ছাত্রছাত্রীদের ভিসা পেতে খুব একটা ঝক্কি-ঝামেলা পোহাতে হত না। তাঁদের ভিসার আবেদন খুব সহজে আর তাড়াতাড়ি মঞ্জুর করে দিত ব্রিটেন সরকার।

এ বার ভারত-সহ ২৫ টি দেশকে সেই ‘সহজে ভিসা’র সুবিধার তালিকা থেকে বাদ দেওয়ার কথা ভেবেছে ব্রিটেন। তার লক্ষ্যে ব্রিটেনের পার্লামেন্টে শুক্রবার একটি বিল পেশ করা হয়েছে। এই নিয়ম ৬ জুলাই থেকেই কার্যকর হবে।

আরও পড়ুন- ১৫১ বছর লাগবে সাড়ে ৬ লক্ষ ভারতীয়ের গ্রিন কার্ড পেতে!​

ভারতীয় ছাত্রছাত্রীদের কপালে চিন্তার ভাঁজ পড়লেও কপাল খুলতে চলেছে চিন, বাহরিন ও সার্বিয়ার ছাত্রছাত্রীদের। ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়তে যাওয়ার জন্য এ বার সহজে ভিসা পাবেন ওই তিনটি দেশের ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন- মাল্য-মোদীকে ফেরাতে পাশে থাকবে ব্রিটেন

তালিকা থেকে ভারত বাদ পড়লেও, আমেরিকা, কানাডা ও নিউজিল্যান্ডের ছাত্রছাত্রীদের জন্য এই সুযোগ এখন যেমন রয়েছে, তেমনটাই থাকবে অবশ্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE