Advertisement
২০ এপ্রিল ২০২৪
United Nations

উত্তর কোরিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা রাষ্ট্রপুঞ্জের, সায় চিনেরও

রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার রফতানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। কয়লা, লোহা, সীসা, সি-ফুড রফতানির উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

কিম জং উন।— ফাইল চিত্র।

কিম জং উন।— ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
রাষ্ট্রপুঞ্জ শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৭ ১৩:২৬
Share: Save:

আমেরিকার মূল ভূখণ্ডের যেখানে খুশি ক্ষেপণাস্ত্র ফেলে গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা আছে- গত মাসেই হুমকি দিয়েছিলেন কিম জং উন। সেই হুমকির সপ্তাহ খানেক কাটতে না কাটতেই নতুন করে রাষ্ট্রপুঞ্জের বাণিজ্য সংক্রান্ত নিষেধাজ্ঞার মুখে উত্তর কোরিয়া। আর এ বার তারা পাশে পেল না ‘বন্ধু’ চিনকেও। যে বেজিংকে এত দিন উত্তর কোরিয়ার বিরুদ্ধে যে কোনও প্রস্তাবে ‘ভেটো’ দিতে দেখা গিয়েছে, সেই চিনও এই নিষেধাজ্ঞা পক্ষেই ভোট দিয়েছে।

!

শনিবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার রফতানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। কয়লা, লোহা, সীসা, সি-ফুড রফতানির উপর এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নগদ অর্থ আয়ের যে অল্প কিছু উপায় উত্তর কোরিয়ার রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে কয়লা এবং অন্যান্য কাঁচামাল রফতানি। এই খাতে বার্ষিক মোটামুটি ৩০০ কোটি মার্কিন ডলায় আয় করে থাকে তারা। নতুন নিষেধাজ্ঞার ফলে প্রায় ১০০ কোটি মার্কিন ডলারের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন: নাগালেই আমেরিকা, ফের হুমকি কিমের

আরও পড়ুন: আমরা তোমাদের শত্রু নই, উত্তর কোরিয়াকে বলল আমেরিকা

রাষ্ট্রপুঞ্জে মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি জানান, এই পদক্ষেপ ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধের জন্য পিয়ংইয়ংয়ের উপর চাপ তৈরি করবে। পাশাপাশি, চিনের রাষ্ট্রদূত লিউ জিয়েয়ি উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা কমিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন এ দিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE