Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কুকের পাশে রাষ্ট্রপুঞ্জ

অব্যাহত তরজা। অ্যাপল বনাম মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের লড়াইয়ের জল গড়িয়েছিল হোয়াইট হাউস পর্যন্ত এ বার সেই লড়াইয়ে সামিল রাষ্ট্রপুঞ্জও।

সংবাদ সংস্থা
জেনিভা শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৬ ০৩:০৭
Share: Save:

অব্যাহত তরজা। অ্যাপল বনাম মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের লড়াইয়ের জল গড়িয়েছিল হোয়াইট হাউস পর্যন্ত এ বার সেই লড়াইয়ে সামিল রাষ্ট্রপুঞ্জও। আজ, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের প্রধান বলেছেন, জঙ্গির ফোনের তথ্য ফাঁস করার এফবিআইয়ের আর্জি মানা হলে খুলে যেতে পারে ‘প্যান্ডোরার বাক্স’। কোপ পড়বে মানবাধিকারে।

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের প্রধান জেইদ রাদ আল হুসেন একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, ‘‘একটি ফোনের তথ্য ফাঁস করতে গিয়ে প্রশাসন আসলে এক প্রকার প্যান্ডোরার বাক্স খুলে দেওয়ার দিকে ঝুঁকছে। এতে হাজার হাজার মানুষের অধিকার ভয়ানক ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে।’’

গত ডিসেম্বরে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনোয় হামলা চালিয়ে ১৪ জনকে খুন করে সইদ ফারুক নামে এক জঙ্গি। উদ্ধার হয় জঙ্গির আইফোন। কিন্তু পাসওয়ার্ডে সুরক্ষিত ফোনটি এখনও খুলতে পারেনি এফবিআই। ফোনটি ‘আনলক’ করতে প্রযুক্তিগত সাহায্য চেয়ে শেষে অ্যাপলের দ্বারস্থ হয় এফবিআই। তবে অ্যাপল কর্তা টিম কুক জানান, কোনও ভাবেই ফোনের তথ্য ফাঁসে সাহায্য করবে না অ্যাপল। এতে আম জনতার হাতে থাকা আইফোনের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠবে। কুক আরও জানান, এই আর্জির মাধ্যমে আসলে কৌশলে তথ্যভাণ্ডারে (ডেটাবেস) ঢুকতে চাইছে সরকার। এই নিয়ে আইনি লড়াইয়ে নামবেন বলেও জানান তিনি। কুকের পাশে দাঁড়ান গুগলের সিইও সুন্দর পিচাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tim Cook Apple UN
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE