Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সন্ত্রাস তালিকায় গুরুত্ব দাউদকে

ক্ষমতায় এসেই বিভিন্ন দেশে দাউদ গোষ্ঠীর কার্যকলাপকে ব্যাহত করতে উদ্যোগী হয় নরেন্দ্র মোদী সরকার। সম্প্রতি ওই মাফিয়া ডনের বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্রিটেন ও সংযুক্ত আরব আমিরশাহি। ভারতের ধারাবাহিক দৌত্যের ফলেই এই সাফল্য পাওয়া গিয়েছে বলে দাবি সাউথ ব্লকের।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৮ ০৫:৩০
Share: Save:

রাষ্ট্রপুঞ্জের নয়া জঙ্গি তালিকায় স্থান পেল পাকিস্তানের ১৩৯ জন ব্যক্তি ও সংস্থা। তার মধ্যে যথেষ্ট গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়েছে দাউদ ইব্রাহিমের প্রসঙ্গ।

আজ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ও তাদের সঙ্গে যুক্ত সংস্থার একটি নয়া তালিকা প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ। সেই তালিকার বড় অংশ জুড়ে রয়েছে পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী ও তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নাম। তালিকার শীর্ষে রয়েছে ওসামা বিন লাদেনের ঘনিষ্ঠ সহযোগী আয়মান আল জাওয়াহিরি। ওই আল কায়দা নেতাও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছেই কোথাও লুকিয়ে আছে বলে রাষ্ট্রপুঞ্জের তালিকায় জানানো হয়েছে। ১২ জনেরও বেশি জঙ্গিকে পাকিস্তানে গ্রেফতার করে আমেরিকার হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। তাদের মধ্যে অনেকের কাছেই পাকিস্তানি পাসপোর্ট ছিল। সেগুলি পশ্চিম এশিয়ার বিভিন্ন পাক দূতাবাস থেকে দেওয়া হয়েছিল।

রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী, মুম্বই বিস্ফোরণে মূল অভিযুক্ত দাউদের কাছে রাওয়ালপিন্ডি ও করাচি থেকে দেওয়া একাধিক পাসপোর্ট রয়েছে। ম্যাচ গড়াপেটা ও তোলাবাজির মতো অপরাধে অভিযুক্ত ওই মাফিয়া ডনের বিপুল সম্পত্তি রয়েছে ব্রিটেন, ভারত, সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশে। করাচির কাছে নুরাবাদে তার একটি বিলাসবহুল বাংলো রয়েছে।

সম্প্রতি মার্কিন কংগ্রেসের এক শুনানিতেও দাউদের প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়। সন্ত্রাস বিশেষজ্ঞ লুইস শেলি সেখানে জানান, মেক্সিকোর মাদক মাফিয়ার মতো দাউদের গোষ্ঠীও বিভিন্ন ব্যবসায় লগ্নি করেছে। ফলে ক্রমশ বড় ধরনের আন্তর্জাতিক অপরাধী গোষ্ঠী হয়ে দাঁড়িয়েছে ‘ডি কোম্পানি’। তারা অস্ত্র পাচার, জাল ডিভিডি তৈরি ও হাওয়ালা চক্রের মাধ্যমে কালো টাকা পাচারের কাজ করে।

ক্ষমতায় এসেই বিভিন্ন দেশে দাউদ গোষ্ঠীর কার্যকলাপকে ব্যাহত করতে উদ্যোগী হয় নরেন্দ্র মোদী সরকার। সম্প্রতি ওই মাফিয়া ডনের বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ব্রিটেন ও সংযুক্ত আরব আমিরশাহি। ভারতের ধারাবাহিক দৌত্যের ফলেই এই সাফল্য পাওয়া গিয়েছে বলে দাবি সাউথ ব্লকের।

গত কালই লস্কর ই তইবা প্রধান হাফিজ সইদের রাজনৈতিক দলকে জঙ্গি সংগঠনের তালিকার অন্তর্ভুক্ত করেছে মার্কিন বিদেশ দফতর। আজ রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, হাফিজের বিরুদ্ধে ইন্টারপোলের কাছে জঙ্গি কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE