Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Donald Trump

পর্ন স্টারের করা মামলায় জয় পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা মানহানির মামলায় হার হল পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের। প্রায় তিন লাখ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ১১ লক্ষ টাকা) ফেরত দিতে হবে তাঁকে।

মামলার রায় ষ্বস্তি দিল ট্রাম্পকে

মামলার রায় ষ্বস্তি দিল ট্রাম্পকে

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৮ ১৬:৩৩
Share: Save:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করা মানহানির মামলায় হার হল পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসের। ২ লাখ ৯৩ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ১১ লক্ষ টাকা) ফেরত দিতে হবে তাঁকে। আমেরিকার ডিস্ট্রিক্ট জাজ জেমস ওটেরো পর্ন তারকা স্টর্মি ও তাঁর আইনজীবীকে এই নির্দেশ দিয়েছেন। চলতি বছরের শুরুর দিকে স্টর্মি প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মামলাটি করেন।

স্টর্মি প্রথম মামলায় অভিযোগ করেন, ২০০৬ সালে স্টর্মির সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছিলেন ট্রাম্প। ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত তাঁর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিলেন তিনি। প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের হয়ে ট্রাম্প বিজয়ী হওয়ার পর যখন একের পর এক নারী তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনছিলেন, তখনই মুখ খুলেছিলেন স্টর্মি। এই সময়েই আইনজীবী মাইকেল কোহেনের মাধ্যমে স্টর্মির মুখ বন্ধ রাখতে ট্রাম্প উদ্যোগী হন।

স্টর্মির মুখ বন্ধ রাখতে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের এক মাস আগে ট্রাম্প তাঁকে ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৪ লক্ষ টাকা) দিয়েছিলেন। পরে স্টর্মিকে অর্থ দেওয়ার বিষয়টি স্বীকার করলেও এর সঙ্গে ট্রাম্প বা তাঁর ক্যাম্পেনিং টিমের কোনও সম্পর্ক নেই বলেই দাবি করেছিলেন ট্রাম্পের দীর্ঘদিনের আইনজীবী মাইকেল কোহেন। ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করলে স্টর্মির পক্ষ থেকে একটি মানহানির মামলা করা হয়।

আরও পড়ুন: ইমপিচমেন্ট হতে পারে, ভয় ট্রাম্পের

মামলা চলাকালীন গত সপ্তাহে ট্রাম্পের আইনজীবী চার্লস হার্ডার আদালতে এই পর্ন তারকার কাছে আইনজীবীর ফি এবং অন্যান্য খরচ বাবদ প্রায় ৭ লক্ষ ৮০ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৫ কোটি ৬১ লক্ষ টাকা) ক্ষতিপূরণ বাবদ ফেরত চান। শুনানি শেষে আদালত ২ লাখ ৯৩ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২ কোটি ১১ লক্ষ টাকা) পরিশোধ করার জন্য স্টর্মিকে নির্দেশ দেন। আদালতের এই নির্দেশকে প্রেসিডেন্টের ‘বিজয়’ বলে মন্তব্য করেছেন চার্লস হার্ডার।

আরও পড়ুন: এক ডলারও নয় পাকিস্তানকে: নিকি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump USA Stormy Daniels
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE