Advertisement
২৩ এপ্রিল ২০২৪

মার্কিন অভিযানে আইএসদের হাত থেকে উদ্ধার ৭০ কুর্দ বন্দি

আইএসদের হাত থেকে বন্দি ৭০ জন কুর্দকে উদ্ধার করল মার্কিন সেনারা। বৃহস্পতিবার উত্তর ইরাকের হাওয়িজা এলাকার একটি অস্থায়ী বন্দি শিবিরে আচমকা হানা দেয় মার্কিন স্পেশ্যাল ফোর্স এবং কুর্দ সেনাদের বাহিনী। এই অভিযানে জখম এক মার্কিন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে চার কুর্দ সেনাও।

চলছে অভিযান। ছবি: টুইটার।

চলছে অভিযান। ছবি: টুইটার।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৫ ২২:৫৯
Share: Save:

আইএসদের হাত থেকে বন্দি ৭০ জন কুর্দকে উদ্ধার করল মার্কিন সেনারা। বৃহস্পতিবার উত্তর ইরাকের হাওয়িজা এলাকার একটি অস্থায়ী বন্দি শিবিরে আচমকা হানা দেয় মার্কিন স্পেশ্যাল ফোর্স এবং কুর্দ সেনাদের বাহিনী। এই অভিযানে জখম এক মার্কিন সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছে চার কুর্দ সেনাও।

মার্কিন এবং কুর্দ সেনার তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর ৪টে নাগাদ ওই বন্দি শিবিরে হানা দেয় যৌথ বাহিনী। আইএস কয়েক জন শীর্ষ নেতাকে খতম করাই ছিল মার্কিন অভিযানের লক্ষ্য। আইসিস নেতাদের না পাওয়া গেলেও উদ্ধার করা হয় ৭০ জন কুর্দ পেশমেরগা যোদ্ধাদের। তাঁদের মাথা কেটে হত্যা করার পরিকল্পনা ছিল আইএসদের। ২০১১ সালের পর ইরাকে এই অভিযানেই প্রথম মার্কিন সেনার মৃত্যুর ঘটনা ঘটল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

us force kurd iraq resque ISIS
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE