Advertisement
২৩ এপ্রিল ২০২৪
US

শরীর দুমড়ে-মুচড়ে মাইকেল জ্যাকসনকে মনে করালেন এক জিমন্যাস্ট!

জ্যাকসনের স্মৃতিই ফিরিয়ে আনলেন এক জিমন্যাস্ট। তাঁর দেড় মিনিটের পারফরম্যান্সে। লস এঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে।

মার্কিন জিমন্যাস্ট ক্যাটলিন ওহাশি। ছবি টুইটার থেকে।

মার্কিন জিমন্যাস্ট ক্যাটলিন ওহাশি। ছবি টুইটার থেকে।

সংবাদ সংস্থা 
ক্যালিফোর্নিয়া শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১৯:০৯
Share: Save:

জিমন্যাস্টিক দেখতে গিয়ে আপনি যদি শুধুই জিমন্যাস্টের পায়ের দিকে নজর রাখতেন, তা হলে আপনারও মনে হত মাইকেল জ্যাকসনই ফিরে এসেছেন! কিন্তু তা তো আর সম্ভব নয়। ‘কিং অফ পপ’ জ্যাকসন প্রয়াত হয়েছেন অনেক দিন আগেই। কিন্তু জ্যাকসনের স্মৃতিই ফিরিয়ে আনলেন এক জিমন্যাস্ট। তাঁর দেড় মিনিটের পারফরম্যান্সে। লস এঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে (ইউসিএলএ), শনিবার।

বিশ্ববিদ্যালয়ে মহিলাদের জিমন্যাস্ট প্রতিযোগিতায় এমনই তাক লাগানো পারফরম্যান্স করেছেন মার্কিন জিমন্যাস্ট ক্যাটলিন ওহাশি। তাঁর সেই পারফরম্যান্স ভাইরাল হয়ে গিয়েছে নেট-দুনিয়ায়। প্রতিযোগিতায় ক্যাটলিনের দেড় মিনিটের পারফরম্যান্স ছিল প্রয়াত মাইকেল জ্যাকসনের সম্মানে। ১০ জন বিচারকের সামনে চমকে দেওয়া ফ্লিপ-ফ্লপ দেখালেন ওহাশি। আর তার জেরেই ইউসিএলএ-তে মহিলাদের জিমন্যাস্ট প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তিনি।

মাইকেল জ্যাকসনের বিখ্যাত গানগুলির ‘ম্যাশ আপ’ এর সঙ্গেই আকাশ ছোঁয়ার চেষ্টা করেন ২০ বছরের জিমন্যাস্ট ওহাশি। সেই ভিডিয়ো ভাইরাল হতেই তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন নেটিজেনরা।

আরও পড়ুন: কবিতা দিয়ে হার্দিকদের নিন্দা করলেন এই অভিনেত্রী

(সারাবিশ্বের সেরা সব খবরবাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Katelyn Ohashi US Gymnast UCLA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE