Advertisement
১৮ এপ্রিল ২০২৪
International

প্যারাশুট ছাড়া ২৫,০০০ ফুট ওপর থেকে ঝাঁপ! তারপর কী হল দেখুন...

এ ভাবেও ঝাঁপিয়ে পড়া যায়? অত উঁচু থেকে? কোনও ভয়ডর নেই। জীবনটাকেই বাজি ধরেছিলেন, সবচেয়ে বড় যুদ্ধটা জিতবেন বলে! ২৫ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপিয়ে পড়লেন। কোনও প্যারাশুট ছাড়াই।

প্যারাশুট ছাড়াই ইনি নেমে আসছেন ২৫ হাজার ফুট ওপর থেকে। ছবি- ইন্টারনেট।

প্যারাশুট ছাড়াই ইনি নেমে আসছেন ২৫ হাজার ফুট ওপর থেকে। ছবি- ইন্টারনেট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৬ ১৫:৫৬
Share: Save:

এ ভাবেও ঝাঁপিয়ে পড়া যায়? অত উঁচু থেকে?

কোনও ভয়ডর নেই। জীবনটাকেই বাজি ধরেছিলেন, সবচেয়ে বড় যুদ্ধটা জিতবেন বলে! জিতেও গেলেন।

২৫ হাজার ফুট উঁচু থেকে ঝাঁপিয়ে পড়লেন। কোনও প্যারাশুট ছাড়াই।

কী ভাবে সেই ঝাঁপ, দেখুন গায়ে কাঁটা দেওয়া ভিডিও!

মার্কিন নাগরিক লিউক আইকিন্‌সই প্রথম অতটা উঁচু থেকে ঝাঁপালেন প্যারাশুট ছাড়া। নামলেন নীচে বিছোনো ১০ হাজার বর্গ ফুটের জালে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সিমি ভ্যালিতে। ৪২ বছর বয়সী আইকিন্‌স প্যারাশুট ছাড়া অত উঁচু থেকে জাল ছুঁয়েছেন ঘণ্টায় ১২০ মাইল (বা, ঘণ্টায় ১৯৩ কিলোমিটার) বেগে।

নেমে তাঁর স্ত্রী ও পুত্রকে জড়িয়ে ধরেন আইকিন্‌স। তাঁর কথায়, ‘‘এ আমার এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।’’


নেমে আসার সময়...!


যখন পড়লেন জালে...

আমেরিকার প্যারাশুট অ্যাসোসিয়েশনের সেফ্‌টি অ্যান্ড ট্রেনিং অ্যাডভাইজার আইকিন্‌স দু’বছর ধরে প্রশিক্ষণ নিয়েছিলেন প্যারাশুট ছাড়া এই ঝাঁপ দেওয়ার জন্য।

আরও পড়ুন- বন্দুকবাজের হামলা এবার টেক্সাসে, হত মহিলা, জখম তিন জন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sky Diving Parachute US skydiver jumps
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE