Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Bengali

ভিক্টোরিয়ার স্বাস্থ্য-নথি বাংলায়

অর্ণবের মনে হয়েছিল, স্বাস্থ্য বিভাগে বাংলা চালু করাটা জরুরি। সেই ভাবে তিনি চেষ্টা চালিয়ে যান।

ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০৪:২১
Share: Save:

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের স্বাস্থ্য দফতরের সব নথি ইংরেজির পাশাপাশি বাংলায় প্রকাশ করা হচ্ছে। গত সপ্তাহ থেকে এই কাজ শুরু হয়েছে। এই কাজের যিনি কান্ডারি, তিনি আদতে বারাসতের ছেলে অর্ণব ঘোষ রায়। এখন অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকেন।

২০০৩ সালে গোয়েঙ্কা কলেজ অব কমার্স থেকে বি কম পাস করে অর্ণব অস্ট্রেলিয়া চলে যান। এখন সেখানকারই নাগরিক। সেখানে গিয়ে এম কম, এমবিএ ও করেন। এখন আইনের স্নাতক স্তরে পড়াশোনা করছেন। ইচ্ছা সে দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী হওয়ার। অর্ণব বুধবার জানালেন, ভিক্টোরিয়াতে এখন অস্ট্রেলিয়ার নাগরিক এবং স্থায়ী বসবাসকারী ভারতীয় বাঙালির সংখ্যা ৫৪ হাজার ৫৫৬ জন। বাংলাদেশিরা তো রয়েছেনই। অর্ণব জানালেন, এইসব বাঙালিদের কাছে তাঁদের বাবা-মা আসেন। বয়স্ক মানুষেরা চিকিৎসা এবং অন্যান্য সাহায্যের জন্য স্বাস্থ্য দফতরে যোগাযোগ করেন। ইংরেজিতে সব কিছু অনেকেই তাঁরা বোঝাতে পারেন না। তাই অর্ণবের মনে হয়েছিল, স্বাস্থ্য বিভাগে বাংলা চালু করাটা জরুরি। সেই ভাবে তিনি চেষ্টা চালিয়ে যান। শেষ পর্যন্ত গত সপ্তাহে ভিক্টোরিয়া প্রদেশের স্বাস্থ্য বিভাগের ওয়েবসাইটের সব ধরনের তথ্য ইংরেজির পাশাপাশি বাংলায় প্রকাশ হচ্ছে। অর্ণব জানালেন, তার ইচ্ছে ভিক্টোরিয়ার প্রাথমিক স্কুলগুলিতে বাংলাকে দ্বিতীয় ভাষা হিসাবে চালুর জন্য চেষ্টা করার। তিনি বলেন, ‘‘দ্বিতীয় ভাষা হিসেবে আরবি, হিব্রু, ফরাসি সহ বেশ কিছু ভাষা আছে। বাংলা যাতে যুক্ত হতে পারে চেষ্টা চালাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bengali Language Victoria State Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE