Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Tibet

রহস্যজনক সুবিশাল মেঘের স্রোত নেমে এল তিব্বতের মাটিতে, দেখুন অবিশ্বাস্য ভিডিয়ো

প্রথমে মনে করা হয়েছিল এটি ধূলোর ঝড়। সাধারণত এই রকম ধুলোর ঝড় দেখতে অভ্যস্ত তিব্বত। যদিও পরে জানা যায়, ধুলো নয়, এই স্রোত আসলে মেঘের।

তিব্বতে নেমে এসেছে এই সুবিশাল মেঘের স্রোত। ছবি: সংগৃহীত।

তিব্বতে নেমে এসেছে এই সুবিশাল মেঘের স্রোত। ছবি: সংগৃহীত।

সংবাদ মাধ্যম
জিনঝিয়াং শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:১৪
Share: Save:

রাস্তায় নেমে এল অবিশ্বাস্য মেঘের স্রোত। আর সেই সুবিশাল স্রোতে ঢেকে গেলো সব কিছু। ভয় পেয়ে যান চলাচল বন্ধ করে দিলেন গাড়ি চালকেরা। এই রহস্যজনক ঘটনার সাক্ষী হল তিব্বতের জিনঝিয়াং প্রদেশ।

প্রথমে মনে করা হয়েছিল এটি ধুলোর ঝড়। সাধারণত এই রকম ধুলোর ঝড় দেখতে অভ্যস্ত তিব্বত। যদিও পরে জানা যায়, ধুলো নয় এই স্রোত আসলে মেঘের।

ধুলোর থেকে অনেক ভারী মেঘ। কারণ মেঘে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। জিনঝিয়াং প্রদেশে এই রকম ঘটনা আগে কখনও ঘটেনি। তাই হতবাক হয়ে যান অনেকেই।

দেখুন ভিডিয়ো

আরও পড়ুন: হলোকস্ট বিভীষিকাই, মনে করাচ্ছে রঙিন ছবি

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে এই সুবিশাল মেঘ এখনও জিনঝিয়াং প্রদেশেই অবস্থান করছে।

(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tibet Tibet Cloud Video
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE