Advertisement
১৬ এপ্রিল ২০২৪

মাল্য ফের গ্রেফতার, জামিনে মুক্তিও দ্রুত

মদ-ব্যবসায়ী, ৬১ বছর বয়সি এই ধনকুবের গত বছর মার্চে ভারত থেকে পালিয়ে যান। তখন থেকেই রয়েছেন ব্রিটেনে। তদন্তকারীরা বলছেন, ব্যাঙ্ক থেকে তাঁর বিমানসংস্থা কিং ফিশারের নেওয়া বিপুল ঋণ তিনি ২০০টিরও বেশি ভুয়ো তথা ‘শেল কোম্পানি’র মাধ্যমে গায়েব করেছেন।

ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত থেকে বেরোচ্ছেন মাল্য। ছবি: এএফপি।

ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালত থেকে বেরোচ্ছেন মাল্য। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৭ ০২:১৯
Share: Save:

পাঁচ মাসের মধ্যে দ্বিতীয় বার। প্রায় ৯ হাজার কোটি টাকার ঋণ-খেলাপি বিজয় মাল্যকে আজ ফের গ্রেফতার করা হলো লন্ডনে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর দায়ের করা টাকা তছরুপের দ্বিতীয় মামলায় এ দিন তাঁকে গ্রেফতার করে ব্রিটেনের ক্রাউন প্রসিকিউশন সার্ভিস (সিপিএস)। গ্রেফতারের কিছু পরেই ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেটের আদালত জামিনে মুক্তি দিয়েছে তাঁকে। এর আগে গত ১৮ এপ্রিল স্কটল্যান্ড ইয়ার্ড গ্রেফতার করেছিল তাঁকে। সে বারেও গ্রেফতারের কিছু পরেই জামিনে মুক্তি পেয়ে যান মাল্য।

মদ-ব্যবসায়ী, ৬১ বছর বয়সি এই ধনকুবের গত বছর মার্চে ভারত থেকে পালিয়ে যান। তখন থেকেই রয়েছেন ব্রিটেনে। তদন্তকারীরা বলছেন, ব্যাঙ্ক থেকে তাঁর বিমানসংস্থা কিং ফিশারের নেওয়া বিপুল ঋণ তিনি ২০০টিরও বেশি ভুয়ো তথা ‘শেল কোম্পানি’র মাধ্যমে গায়েব করেছেন।

গ্রেফতার হওয়ার আগে মাল্য অবশ্য আজ ফের নিজেকে নির্দোষ দাবি করে বলেন ‘‘মিথ্যে অভিযোগে ফাঁসানো হচ্ছে। যে যে অভিযোগ আনা হয়েছে, তার সবই আমি অস্বীকার করছি। ভবিষ্যতেও অস্বীকার করে যাব।’’ আজ যে মামলায় মাল্যকে গ্রেফতার হন, সেটির পরবর্তী শুনানি আগামী ২০ নভেম্বর। চিফ ম্যাজিস্ট্রেট এমা লুইস আর্বাথনটের ওই আদালতে মামলাটি ইডি করলেও, মাল্যের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযোগগুলিও তার সঙ্গে জুড়ে নেওয়া হবে।

মাল্যের প্রত্যর্পণ মামলার শুনানি হওয়ার কথা ৪ ডিসেম্বর। এ বছরের শেষ নাগাদ তাঁকে ভারতে নেওয়ার পথ খুলবে বলে আশা করছে সিবিআই এবং ইডি। যদিও তাঁর বিরুদ্ধে প্রমাণ কতটা জোরালো, তা নিয়ে বিতর্ক রয়েছে। ব্রিটেন থেকে অপরাধীদের ভারতে নেওয়ার ইতিহাসও তেমন উজ্জ্বল নয়। ১৫ বছরে মাত্র ৩৬% সাফল্য মিলেছে। প্রত্যর্পণ মামলার আইনি প্রক্রিয়াও যথেষ্টই দীর্ঘ হতে পারে বলে মনে করছেন অনেক আইন বিশেষজ্ঞ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vijay Mallya ED বিজয় মাল্য
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE